দরবেশ/ ছোটো সৈয়দ সাহেবের পরিচয় দাও

 দরবেশ/ ছোটো সৈয়দ সাহেবের পরিচয় দাও ।
দরবেশ ছোটো সৈয়দ সাহেবের পরিচয় দাও
 দরবেশ/ ছোটো সৈয়দ সাহেবের পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে দরবেশ (ছোট সৈয়দ সাহেব) রাবুর পিতা; জাহেদের চাচা সম্ভ ন সম্ভবা স্ত্রী দিওয়ানা দরবেশ কদাচিৎ বাকুলিয়াগামী একদিন আকস্মিক জনা চল্লিশেক মাস্তানসহ তার বৃদ্ধ পীরের সাথে বাকুলিয়া এসে এক নাটকীয় আকস্মিকতায় রাবুর (১৪) বিবাহ সংঘটিত করেন। 

আর এখান থেকেই হয় জাহেদ-রাবুর নাটকীয় আখ্যানের আবস্তু, সামাজিক ও রাজনৈতিক সংক্ষোভে চিত্তদীর্ণ আকুলতা, স্বল্পমাত্রিক, একরৈখিক, ট্যাল, ধর্মভীরু, কুসংস্কারাচ্ছন্ন এ চরিত্রটির এখানেই গুরুত্ব জাহেদ-রাবুর সাথে সংঘাতপূর্ণ জীবন, স্বাধীনতা-উত্তর বাকুলিয়া প্রত্যাগমন এবং রাবুর সান্নিধ্যে কিছুটা প্রকৃতিস্থ জীবনযাপন, তবে আখ্যান পরিসমাপ্তি পর্যন্ত জাহেদ-রাবু প্রসঙ্গে আপষহীন প্রতিবাদী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ