হয়ে বড় সৈয়দ সাহেবের পরিচয় দাও
হয়ে বড় সৈয়দ সাহেবের পরিচয় দাও ।
![]() |
| হয়ে বড় সৈয়দ সাহেবের পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে বড় সৈয়দ সাহেব জাহেদ পিতা মিলাদের সমযোগী/প্রতিযোগী বাকুলিয়াস্থ জমিদার সৈয়দ বংশ-উদ্ভূত ফেলু মিঞার ভগ্নীপতি নিরীহ, শান্তিপ্রিয়, আত্মসুখকামী, উচ্চাভিলাষী তৎকালীন স্নাতক স্বরাষ্ট্র বিভাগের চাকুরে, কলকাতাই বাড়িতে (নিজস্ব) আবাসিক।
বিপ্লবী বামপন্থি স্বদেশী জাহেদ সম্পর্কে উদ্বিগ্ন, শঙ্কিত, বীতগ্রেহ। স্বাধীনতা-উত্তর দেশবিভাগে পাকিস্তান সরকারাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পদোশ্রুতির মোহে বিঘ্নস্বরূপ জাহেদকে পুরোপুরি এড়িয়ে চলতেন। দীর্ঘ আখ্যানে চরিত্রটি ব্যক্তিত্বের পরিমাপে খুবই স্বল্পরেখ, একরৈখিক এবং অবিশেষিত।
প্রসঙ্গত উল্লেখ্য, এই চরিত্রটিতেও স্ত্রী সৈয়দ শিল্পীর মতো জাহেদ বাবু (রোমান্টিক জুটির সামাজিক ও রাজনৈতিক আবর্তে দ্বিধাবিভক্ত চিত্ত-সংকটে) এর প্রসঙ্গ সম্পূর্ণরূপে উহা । মূলত 'সংশপ্তকে'র আখ্যানে বড় সৈয়দ সাহেব এবং সৈয়দ গিন্নির সন্তান-সূত্র কিছুটা ক্ষীণ সূত্রে সংযোজিত এবং ঘটনা চরিত্রে অবিশেষিত। তবে ভাতিঝি চতুর্দশ বর্ষীয়া রাবুকে কলকাতায় জামাতা বৃদ্ধ পীরের হস্তগত করার জন্য তার বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টা লক্ষণীয়। পরিচয় দাও।
