সাধুচরণের হাড়ি সিকেয় উঠবে কেন

 সাধুচরণের হাড়ি সিকেয় উঠবে কেন

সাধুচরণের হাড়ি সিকেয় উঠবে কেন
 সাধুচরণের হাড়ি সিকেয় উঠবে কেন

উত্তর: নীল ব্যবসা বিশেষ লাভজনক বলে বাংলার বিভিন্ন স্থানে নীলকরেরা কুঠি স্থাপন করে। বাংলার মাটি নীল চাষের উপযোগী। নীলকরেরা কৃষকদেরকে অত্যাচার অবিচারের মুখে নীল চাষে বাধ্য করে।

ধান চাষের তুলনায় তিনগুণ চাষ দিতে হয় নীল করতে, তদুপরি কৃষকের যৎসামান্য পাওনাও নীলকরেরা মিটায় না। তাই নীল চাষ করতে গিয়ে কৃষক সর্বস্বান্ত; কিন্তু উপায় নেই। চাষে অসম্মত হলে কৃষককে ধরে এনে চাবুক মারা, ঘরবাড়ি জ্বালানো এমনকি কৃষকের সুন্দরী স্ত্রী, যুবতী কন্যা ধরে এনে সম্ভ্রম নষ্ট করে। 

সাধুচরণ সাধারণ কৃষক। তাঁর তিনটি গরু আছে অর্থাৎ দেডু খানা লাঙল। দেড় খানা লাঙলে সে চাষবাস করে কোন রকম সারাবছর চালায়। কিন্তু নীলকরের পোষা আমিন তার নয় বিঘা জমিতে নীল চাষের জন্য দাগ দিয়ে চিহ্নিত করেছে, অর্থাৎ সে নয় বিঘায় নীল চাষ করতে বাধ্য। নয় বিঘায় নীল চাষ দিতে গেলে সে ধানের চাষের সময়ই পাবে না।

তাছাড়া নীলকরেরাও নীল চাষের বিনিময়ে কিছু দেবে না, ফলে ছেলেমেয়ে নিয়ে উপোস ছাড়া কোন উপায় নেই। নীলকরের অত্যাচারে কৃষকদের দুর্বিষহ জীবনের চালচিত্র এখানে উত্থিত হয়েছে।;

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ