সকল সন্তাপ কাহ্ন সহিবাকপারি তোর বিরহ সন্তাপ সহিতে না পারী কে কার বিরহ সহিতে পারে না

সকল সন্তাপ কাহ্ন সহিবাকপারি তোর বিরহ সন্তাপ সহিতে না পারী কে  কার বিরহ সহিতে পারে না

সকল সন্তাপ কাহ্ন সহিবাকপারি তোর বিরহ সন্তাপ সহিতে না পারী কে  কার বিরহ সহিতে পারে না
সকল সন্তাপ কাহ্ন সহিবাকপারি তোর বিরহ সন্তাপ সহিতে না পারী কে  কার বিরহ সহিতে পারে না

উত্তর : বিরহ খণ্ডে রাধা যখন কৃষ্ণ সঙ্গ কামনায় ব্যাকুল তখন কৃষ্ণ নিস্পৃহ ও নির্মম। রাধাকে তার পূর্বের সত্য প্রতিষ্ঠা আচরণের কথা স্মরণ করে দিয়ে বলেছে এখন সে রাধাকে মন থেকে মুছে ফেলেছে । কংসকে মেরে পৃথিবীতে করাই তার একমাত্র কাজ। 

তাই সে এখন অহর্নিশি যোগ ধ্যান করে। রাধা তখন বলল যে, এ ত্রিভুবন কৃষ্ণের অধিকারে। তার কাছে গোপনারী কোন ছার। কৃষ্ণের কথা রাধা মতিভ্রমের কারণে মান্য করেনি। তার উচিত ফল সে পেয়েছে। এখন কৃষ্ণের প্রেমে রাধা আপনাকে সমর্পিত করেছে। 

কৃষ্ণের স্নেহকে রাধা বড়ো বলে মনে করে। কৃষ্ণ রাগ করবে জানলে রাধা যশোদাকে কৃষ্ণ সম্পর্কে অভিযোগ করতো না। রাধা এখন কৃষ্ণ চরণে আশ্রয় নিয়েছে, সকল সন্তাপ রাধা সহ্য করতে পারে। কিন্তু কৃষ্ণের বিরহ সন্তাপ সইতে পারে না। 

একবার কৃষ্ণ যদি প্রতিকার করে তবে তার প্রসাদে রাধা বিরহ ঘুচে যাবে। রাধা যেন কৃষ্ণের সঙ্গ কামনায় ব্যাকুল হয়ে উঠেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ