ফরাসি সেনাপতি নবাবের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেন

 

ফরাসি সেনাপতি নবাবের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেন
Add a heading (27)
ফরাসি সেনাপতি নবাবের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেন

 উত্তর: চিরসম্পদের দেশ বাংলাদেশ। এদেশ তাই বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ্যস্থল - বাণিজ্য স্থল । ফরাসি বণিকরা বাংলায় এসেছিল তাদের ভাগ্যান্বেষণে। অতঃপর তাদের মনেও জাগে রাজ্য জয়ের ইচ্ছে। ওদিকে ইংরেজ কোম্পানিও বাংলায় আসে ব্যবসা সূত্রে। বাংলাদেশকে ঘিরে 'ফরাসি ও ইংরেজদের যুদ্ধ হয় ইউরোপে বসে।

 ইস্ট ইন্ডিয়া কোম্পানিরচাকরি নিয়ে বাংলায় আসার পূর্বে ক্লাইভ বেশ কবার ফরাসিদের সাথে যুদ্ধে অংশ নিয়ে কৃতিত্ব প্রদর্শন করে। পলাশীর যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ নবাব সিরাজ। শত্রুর শত্রু হয় বন্ধু'। 

যেহেতু ফরাসিদের শত্রু ইংরেজ, ইংরেজের শত্রু সিরাজ, ফলে সিরাজ হয়ে ওঠে ফরাসিদের মিত্র। তাই বাংলায় বসবাসকারী ফরাসিরা নবাবের পক্ষ নিয়ে তাদের চিরশত্রু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে। বাংলার স্বাধীনতা তাদের উদ্দেশ্য নয়, প্রতিপক্ষ ইংরেজকে ঘায়েল করে বাংলার মাটিতে ব্যবসার একচ্ছত্র আধিপত্য অর্জনই তাদের মূল লক্ষ্য। 

সে কারণে ফরাসি সেনাপতি সাঁফ্রে নবাব পক্ষে সহযোগী হিসেবে পলাশীর যুদ্ধে অংশ নেয়। নবাবের শত্রু যারা তারা ফরাসিদেরও শত্রু, ফলে যুদ্ধে ফরাসিদের নবাব পক্ষ অবলম্বন করাটাই স্বাভাবিক ও যৌক্তিক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ