সতুর বাপের পরিচয় দাও
সতুর বাপের পরিচয় দাও ।
![]() |
| সতুর বাপের পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে বাকুলিয়ার প্রজাসাধারণ, তবে ফেলু মিঞা-রমজানের বিশেষ অনুগত এবং আন্তরিক যাবতীয় দুষ্কর্ম নিম্পাদনে মিঞা নায়েবের এক অন্যতম বিশ্বস্ত হাতিয়ার, নামমাত্র পারিবানিকে নি লেঠেল বাহিনীর নাশকতামূলক, সন্ত্রাসী আঘাতে আহত হয় সেকান্দর মাস্টার; ভাগ্যিস রক্ষা পায়; প্রাণে বেঁচে যায়।
এদে নায়েবের সেবায় লাগতে পেরেই কৃতার্থ। সুলতানপুরে জাহেল আয়োজিত রাজনৈতিক মিটিংয়ে এরই কৃতিত্বে ভাড়াটে। জাহেদ।
উল্লেখ্য, আখ্যানে এই ঘটনা এবং চরিত্রটি গুরুত্ব-অচিন্ত্যপূর্ব, অনাকাঙ্ক্ষিত সম্পূর্ণরূপে অ্যাবসার্ড এ ঘটনা (রমজানের মূল শিকার (টারগেট) পূর্ব দিনের রাবর বৈবাহিক ঘটনাকে কেন্দ্র করে আহত অসুস্থ, মিটিংয়ে অনুপস্থি মৌলবাদী জাহেদের এ তিক্ত অভিজ্ঞতার আলোকে অশিক্ষিত, পশ্চাৎপদ, অঙ্ক মুসলিম সমাজজ্ঞানে মৌলবাদী মোটিভ সমাজ ও রাজনৈতিক দর্শন এখান থেকেই রূপান্তরের বীজ উপ্তি ঘটে সেকান্দর মাস্টারের সান্নিধ্যে ও মতাদর্শে।
