আম্বরি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

আম্বরি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
আম্বরি কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও
আম্বরি কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে লেকুর স্ত্রী বদসুরৎ হাড়গিলে (দারিদ্র্যের কষাঘাতে) যেন সমস্ত রসকষ শুষে-নেয়া চির-অভাববিদ্ধ যন্ত্রণা-মথিত বদমেজাজি লেকুর বহুবিধ আর্থিক ও মানসিক সংকটের রোখে দীর্ঘদিন পড়ে পড়ে মুখ খুঁজে কেবল অমানুষিকভাবে মার-খাওয়া আম্বরি অবশেষে একদিন বিদ্রোহী হয়ে উঠে, হয়ে উঠে প্রতিবাদী মুখরা, সজ্জালও : বাপকে ৫০/- টাকা ঘুষের বিনিময়ে সোনার সংসারে সম্বন্ধ ভেঙে দেয়া- বউকে ভাত-কাপড় না দিতে পারা লেকু এবং গরিবের ঘোড়া রোগ; ল্যান্ডের কুজ্ঞান তার (লেকুর বেশ্যা) হুরমতির প্রতি ব্যঙ্গ, তির্যক-ঈর্ষা- বিদ্রুপ, রোষ আর ঘৃণার হুল ফুটায়। 

লেকু তার অতিশয় লক্ষ্মীমন্ত বউটার জন্য আফসোস আর দুঃখ না করে পারে না; যার আয়ে মূলত অর্ধেক বছর নির্ভর। রোখের মাথায় কীসব কাণ্ড করে দানোর মতো লেকু প্রকৃতিস্থ অবস্থায় অনুশোচনায় সন্ধিভূত হয় লেকু— এক একবার পাগলের মতো লেকুর কত না আদর-সোহাগে সব ভুলে যায় আম্বরি। হঠাৎ একদিন আকস্মিক কী এক রোগে মৃত্যু হয় আম্বরির। সে দুঃখে শিশু মেয়েটাকে কোথাও রেখে নিরুদ্দিষ্ট হয় লেকু। স্বল্প পরিসর এ চরিত্রটিতে পুরুষ পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার দুঃখ এবং বিত্তহীন শিক্ষাহীনের জীবন যন্ত্রণা, গানি, ইতর বিশেষত্বেই মুখ্য, তবে লেক-আম্বরি চরিত্রে একমাত্র শিশু মেয়ে ভূনি প্রসঙ্গ অবিশেষিত ও অসমাপ্ত ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ