জামাতা পীর মোজাদ্দেদী কে

 জামাতা পীর মোজাদ্দেদী কে?
জামাতা পীর মোজাদ্দেদী কে
 জামাতা পীর মোজাদ্দেদী কে

উত্তর জামাতা পীর মোজাদ্দেদী কে : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে স্ত্রী ও সন্তানঘাতী দিওয়ানা দরবেশ (মাইজভাণ্ডারী) ছোট সৈয়দ সাহেবের ধর্মগুরু, লম্পট, কামুক, পীর ধর্মীয় সংস্কারের ছদ্মবেশে অগণিত ভক্ত অনুরাগীদের) মেয়ের কৌমার্য হরণ, দেহ-সম্ভোগ, বিচিত্র উপহার, উপঢৌকন, প্রভূত ধনসম্পদ আত্মসাৎকারী এক ভণ্ড ধর্ম ব্যবসায়ী, ক্ষণমাত্রিক এ চরিত্রটিতে রাবুর জীবন যন্ত্রণা ও চিত্রসংকটের বীজ-উত্তি হয়েছে এবং ধর্মীয় (মুসলিম) কুসংস্কার সম্পর্কে কথা বলার সুযোগ এসেছে তথা এ ঘটনাসমূহকে কেন্দ্র করে আখ্যানে 'সংশপ্তকের গুরুগম্ভীর রস-প্রাধান্যে হালকা, চটুল, রঙ্গ, ব্যঙ্গ, তির্যক, হাস্য- কৌতুকের যোগান দেয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ