রামদয়াল দত্ত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
রামদয়াল দত্ত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
![]() |
| রামদয়াল দত্ত কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রাচিত সংশপ্তক' উপন্যাসে রামদয়াল দত্ত অভিজাত হিন্দু অধ্যুষিত তালতলির ভূমি আশ্রয়ী বুর্জোয়া-পুঁজিপতি উঠতি বেনিয়া শক্তি, যার ব্যবসা বহু তালতলিতেই সীমাবদ্ধ নয়, কলকাতা তথা কলকাতার বাইরেও পরিব্যাপ্তং যাদেরকে এককথায় গ্রাম ও নগরাশ্রয়ী শিক্ষিত, উচ্চবিত্ত শ্রেণির পর্যায়েই ফেলা যাবে।
তবে রামদয়াল দত্ত চরিত্রটি কিছুটা স্বল্পরেখ, অবর্ণবন্ত তথা একরৈখিক করেই চিত্রিত করা হয়েছে। রামদয়াল দত্ত প্রকৃত জাত ব্যবসায়ী-একাধারে যেমন কটার, অর্থগৃৎ অমানবিক তেমনি কূটবুদ্ধিসম্পন্ন কৌশলে ফেলু মিঞার সহজসরল পিতার কাছ থেকে তালুক ক্রয় তথা সুযোগ বুঝে দীর্ঘ বছর ভোগ করার পর একদা লুপ্ত তালুক উদ্ধার স্বপ্নে উন্মাদ, মারিয়া ফেলু মিঞাকে তার ধূর্ত, ফল, লম্পট, দালাল, নায়েব, রমজানের চক্রান্ত, বেইমানি, দালালির যোগসাজশে অধিক দামে বিক্রয় করা এবং যার ফলশ্রুতিতে রমজানের প্ররোচণায় বছর বছর আজনু, রিজ, প্রজাপীড়ন বকেয়া খাজনা আদায়; স্ত্রী হালিমার (ফেলু মিঞার) অবশিষ্ট গহনা তছরুপ, উপরক্ত তথা বৃহত্তর আর্থসামাজিক রাজনৈতিক সংকট পটভূমি প্রেক্ষাপটে খাপ খাওয়াতে না পারা অন্তঃসধা প্রতিরোধ অক্ষম, দুর্বল শক্তি অধুনালুপ্ত প্রজাতির মতো পরিপন্থীকর পরিস্থিতি-পরিবেশে ভিতরে-বাহিরে নিঃশেষিত হওয়া ফেলু মিঞা অবশেষে সমস্ত মান, মর্যাদা, আত্মসম্মান লুপ্ত অবশিষ্ট অর্থসম্পদ, গর্বগৌরবের নিকুচি করে অগত্যা শ্বশুরবাড়িতে আশ্রিতে রূপান্তরিত হয়। যদিও স্বাধীনতা দেশ-বিভাগ সাম্প্রদায়িক দাঙ্গার চাপে সব কিছু ফেলে জীবন নিয়ে কোনমতে পাড়ি জমাতে বাধ্য হয় রামলয়াল দত্ত ভারতে।
আর সে সুযোগে রমজান তার আজন্ম লালিত স্বপ্ন, নাথ চরিতার্থ করে, লোভের বিজয় পতাকা আমূল প্রোথিত করে ক্ষয়িষ্ণু সর্বস্বান্ত জমিদার ফেলু মিঞার ধ্বংসস্তূপে এবং বিতাড়িত বেনিয়া পুঁজিপতি রামদয়াল দত্তের পরিত্যাক্ত প্রভূত ধনসম্পত্তি আত্মসাৎ করে।
