আহসান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

 আহসান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
আহসান কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও
  আহসান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর :   আহসান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাওশিল্পী মালুর অর্থনৈতিক দৈন্যে, দাম্পত্যে-সংকটে মনের বিরুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর বাসনা পূরণে (ইতোমধ্যেই যে, কারুময়ীর প্রেম পেতে গিয়ে মালু নিজেকে করে তুলেছিল তার আজ্ঞাবহ দাসে) আহসানের হিতৈষিতার ভানে, দানের দাক্ষিণ্যে কামনা বাসনার দক্ষিণ হস্ত ‘একে একে করে সমস্ত কাঙালের ধন চুরি। 

চরিত্রটিতে নগ্ন, জৈবিক, ভোগ আর কামের রিরংসাবৃত্তির অভিব্যক্তি ছাড়া ত্রিকোণ প্রেমের তেমন কোন সূক্ষ্ম উৎকৃষ্ট মনস্তাত্ত্বিক চিত্তসম্পদ নেই; যা মূলত অবস্থা প্রেক্ষিতে/ভেনে চরিত্রটির বাস্তবতায় বিশেষ মাত্রিকতা আনতে পারত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ