সেকান্দর মাস্টারের মা কে? তার পরিচয় তুলে ধর
সেকান্দর মাস্টারের মা কে? তার পরিচয় তুলে ধর।
![]() |
| সেকান্দর মাস্টারের মা কে? তার পরিচয় তুলে ধর |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে সন্তানগত প্রাণ, সন্তান-বিপদে হতবুদ্ধি মা। ঘটনাচক্রে রমজান কর্তৃক ফেলু মিঞার ইন্ধনে মরণাধিক, মর্মান্তিকভাবে লেকুকে জখমি করার নৃশংস, জঘন্য ঘটনায় সেকান্দর মাস্টারের আপোষহীন সঘৃণ্য প্রতিবাদে আত্মসম্মানে মিঞা-আভিজাত্যে আঘাত লাগা ক্রুদ্ধ, প্রতিস্পর্ধী, প্রতিশোধস্পৃহা ( মিঞা কৌশলে ক্ষমতার মানমত্ততায় রমজানকে (আসামি) দিয়ে ফরিয়াদি সেকান্দর মাস্টার লেকুকে দু'দুটি মামলায় ফাঁসিয়ে দিয়ে, দিনকে রাত করে দিয়ে ক্ষমতাসীনদের কাছে আইন নামক বিষয়টিকে পকেটি কারবার, ভোজবাজির খেল দেখিয়ে দিলে; থানা-পুলিশের হাত থেকে রেহাই পেতে বা রক্ষা করতে মিঞা কাছারিতে ভরা জনসমক্ষে ছেলের মাথা হেট করে দিয়ে, ফেলু মিঞার হাতে-পায়ে ধরে আর্তপীড়িত চিৎকার বিনীত সকরুণ প্রার্থনায় প্রাণ ভিক্ষা করার মধ্যেই সাধারণ মাতৃত্বে পরিস্ফুট। এছাড়া এর বাইরে পটে চরিত্রটির আর কোন ভূমিকা নেই, তবে চরিত্রটিতে (মধ্য দিয়ে) তৎকালীন বুর্জোয়া জমিদারি দুঃশাসনের (অত্যাচার আর নিগ্রহের) দৃষ্টান্ত প্রতিফলিত।
