ননদিনী তব, দুষ্টা সূর্পণখা,বিষম জঞ্জাল আসি ঘটাইল শেষে !ব্যাখ্যা কর।
ননদিনী তব, দুষ্টা সূর্পণখা,বিষম জঞ্জাল আসি ঘটাইল শেষে !ব্যাখ্যা কর।
![]() |
| ননদিনী তব, দুষ্টা সূর্পণখা,বিষম জঞ্জাল আসি ঘটাইল শেষে !ব্যাখ্যা কর। |
উত্তর মেধনাদবধ কাব্যে দশরথ প্রথমে রামকে সিংহাসনে বসালেও স্ত্রী কৈকেয়ীকে দেয় প্রতিশ্রুতি অনুসারে কৈকেয়ীর কথামত ভরতকে সিংহাসনে বসায় এবং রামকে দেয় বনবাসে।
অনুজপ্রতিম লক্ষ্মণ ও স্ত্রী সীতা রামের সাথে পঞ্চবটী বনে বসবাস করে। রাবণ ভগ্নি সূর্পণখা প্রথমে রামের সাথে প্রেম করতে চায়, রাম লক্ষ্মণকে দেখিয়ে দেয়। সূর্পণখা লক্ষ্মণকে বিরক্ত করা শুরু করে।
লক্ষ্মণ সুন্দরী স্ত্রীর কথা তুলে সূর্পণখাকে এড়াতে চায় । উপর্যুপরি সূর্পণখা লক্ষ্মণকে বিরক্ত করলে লক্ষ্মণ সূর্পণখার নাক-কান ছেদন করে অপমান করে।
রাবণ ভগ্নির অপমানের শোধ নিতে সন্ন্যাসীর বেশে বনে গিয়ে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসে। সীতা উদ্ধারের জন্য আজ লঙ্কায় রাম-রাবণের যুদ্ধ শুরু হয়। অশোকবনে নিঃসঙ্গ সীতার কাছে সরমা এলে কথা প্রসঙ্গে সীতা এ দুর্ভোগের জন্য সূর্পণখাকে দায়ী করে, যা যৌক্তিক।
