হেমলতা, আনি তাহা বাঁচাও অনুজে। - ব্যাখ্যা কর।
হেমলতা, আনি তাহা বাঁচাও অনুজে। - ব্যাখ্যা কর।
![]() |
| হেমলতা, আনি তাহা বাঁচাও অনুজে। - ব্যাখ্যা কর। |
উত্তর মেঘনাদবধ কাব্যে রাম-রাবণের যুদ্ধে প্রথমেই রাবণপুত্র বীরবাহু মৃত্যুবরণ করে। অতঃপর মেঘনাদ যুদ্ধে যাবে বলে যজ্ঞাগারে পূজা দিতে গেলে বিভীষণেরসহযোগিতায় লক্ষ্মণ যজ্ঞাগারে নিরস্ত্র মেঘনাদকে বধ করে।
রাবণ শোকে-ক্ষোভে উত্তেজিত হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। রামকে সামনে পেয়ে তাকে না মেরে লক্ষ্মণকে খোঁজে। লক্ষ্মণকে সামনে পেয়ে রাবণ লক্ষ্মণকে বধ করলে রাম শোকাকুল হয়ে দেবতাদের কাছে লক্ষ্মণের প্রাণভিক্ষা চায়।
রাঘবদোসর দেবতারা রামকে প্রেতপুরীতে তার বাবা দশরথের কাছে নিয়ে যায়। সেখানে গেলে রামকে তার বাবা বলে দেয় যে- গন্ধমাদন নামক গিরির শৃঙ্গদেশে বিশল্যকরণী নামক হেমলতা রয়েছে, সেই লতা সংগ্রহ করে আনতে পারলে লক্ষ্মণ প্রাণ ফিরে পাবে। দশরথ বলে দিয়েছে যে লক্ষ্মণের প্রাণ এখনও দেহে বন্ধ আছে- লতা সংগ্রহ করে আনতে পারলে সে বেঁচে যাবে।
.png)