রাবু কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর

রাবু কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
রাবু কে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর
রাবু কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে জাহেদের চাচাতো বোন ছোট সৈয়দ সাহেব (দরবেশ) এর মেয়ে শৈশব, কৈশোর বাকুলিয়ায় অতিক্রান্ত, প্রথমত আধুনিক শিক্ষাহীন কিছুটা সহজাত সংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু জাহেদপ্রেমিকা। 

একদিন কৈশোর-যৌবনের সন্ধিক্ষণে আকস্মিক নাটকীয় বিবাহ, যে প্রসঙ্গে জাহেদের বিদ্রোহ আকস্মিক ও নাটকীয়, জামাতা বৃদ্ধ পীর ও মাস্তানা দল পীড়ন। পরত রাবুর কলকাতাকেন্দ্রিক জীবন, উচ্চশিক্ষা, আধুনিক জীবনবোধ ও সমাজচেতনা এবং নারী মূল্যবোধ প্রতিষ্ঠায় সোচ্চার সত্তা বিপ্লবী, স্বদেশী, সমাজতন্ত্রী; আধুনিক জাতীয়তাবাদে বিশ্বাসী প্রেমাস্পদ জাহেদের ধ্যান, জ্ঞান, কর্মযজ্ঞে ছায়াময়ী রাবু। 

স্বাধীনতা, দেশ-বিভাগোত্তর কলকাতা ছেড়ে ঢাকা হয়ে নিরুদ্দিষ্ট, পলাতক রাজদ্রোহী স্বদেশী জাহেদ-বিচ্ছিন্ন রাবুর বাকুলিয়ায় প্রত্যাগমন। পরিণতিতে ফেলু মিঞা, রামদয়াল দত্তের অবলুপ্তি অঞ্চল প্রধান পঞ্চায়েত কাজী রমজানের ইঙ্গিতে পলাতক স্বদেশী জাহেদ আটক-ফিরে আসার অঙ্গীকারে রানু প্রমুখের শপথ গ্রহণ কাঙ্ক্ষিত দেশ ও সমাজ গড়ার লক্ষ্যে। 

রাবুর বহুবিদ সংকট সংস্কৃত চড়াই-উৎ আখ্যানের প্রাথমিক এক-তৃতীয়াংশে কৈশোর জীবন পরিচিতি, মালুর প্রিয়দর্শিনী গুণী বাবু আপা, হুরমতি প্র বিনা মেঘে বজ্রপাতসম আসন্ন সন্তান-সম্ভবা স্ত্রীঘাতী দিওয়ানা দরবেশ পিতার আগমনে, অযোগ নির্দেশে নাট আকস্মিকতায় পিতার এক বৃদ্ধ পীর ভণ্ড ধর্ম ব্যবসায়ীর সাথে চতুর্দশ বর্ষীয়া রাবুর বৈবাহিক দুর্ঘটনায় ক্ষতিপূর্ণ বিশুদ্ধ জীবন; পরদিন মিটিং ফেরত জাহেদ আগমনে কুসংস্কারাচ্ছন্ন এ অমানবিক ঘটনার প্রতিবাদ-সদলবলে আহেদের বিদ্রোহ এক বর্ণাঢ্য নাটকীয় আকস্মিকতায় পীর ও মাস্তানা পীড়ন এবং বিতাড়ন। 

এ পর্যন্ত মূল আখ্যানের বিবিধ পারস্পরি আর্থসামাজিক, বাহ্য এ ঘটনা-সংঘটের ক্রমোৎকর্ষে নাটকীয় বেগ ঋদ্ধিকারী ঘটনাসমূহের মধ্যের এ ঘটনার পর অনুর পরবর্তী জীবন বৃহত্তর দেশ-কাল, পটে ২য় বিশ্বযুদ্ধ, ভারতীয় রাজনৈতিক ঘূর্ণাবর্তের সংক্ষোভে প্রবহমান বিপ্লবী জাহেদে পাশাপাশি রাজনৈতিক সংকটের আবর্তে ব্যক্তিগত চিত্ত-সংকট-যেখানেই রাবু চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। মূলত রাবুর প্রেমে কোন ত্রিকোণ জটিলতা নেই। 

তবে ত্রিকোণ যন্ত্রণা আছে, যা মোজাদ্দেদী জামাতা পীর ও পিতাঘটিত এবং রাজনৈতিক সংকটজনিত। প্রসঙ্গত উল্লেখ্য, যা কিছু হয়েছে তা বাহ্যগত দৃষ্টিকোণে ঘটনাসর্বন্ধে জামাতা পীর ও বদর গোঁড়া পিতার করালগ্রাস থেকে নিজেকে মুক্ত করার স্পর্ধিত বিদ্রোহ, শক্তি, সংগ্রামে যে শক্তি খ্রিঃ ১৯৩৬ থেকে ১৯৪৬-৪ বাকুলিয়া থেকে কলকাতার ব্যবধানে জাহেদ সান্নিধ্যে প্রাপ্ত আর এখানেই চরিত্রটির কিছুটা দীনতা। তবে মহাকাব্য প্রামাণ এ বৃহৎ উপন্যাসে সমাজ ও রাজনৈতিক গুরুত্বের চাপে এ অসম্পূর্ণতা উপন্যাসখানির মুখ্য স্বভাব-ধর্মগত কারণে অনেকটা স্বাভাবিক বলে মেনে নেয়া চলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ