ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে ব্যাখ্যা কর
ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে? — ব্যাখ্যা কর
![]() |
| ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে — ব্যাখ্যা কর |
উত্তর মধুসূদনের মেঘনাদবধ কাব্যে লঙ্কারাজ রাবণের ভগ্নি সূর্পণখাকে লক্ষ্মণ অপমান করে। রাবণ তার প্রতিশোধার্থে রামপত্নী সীতাকে হরণ করে। ফলে সীতা উদ্ধারে রাঘব বাহিনী লঙ্কা আক্রমণ করে।
প্রত্যক্ষ সমর-সংগ্রামে রাবণপুত্র বীরবাহু মারা যায়। দূতের মুখে রাবণ তার পুত্রের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে। সম্বিত ফিরে পেয়ে রাবণ দুঃখ করে বলেছে যে, যে বীরবাহুর তীর ধনুকের ভয়ে দেবতারা পর্যন্ত ভীত, তাকেই ভিখারি রাঘবের হাত প্রাণ দিতে হল – এ বিশ্বাস করা খুব শক্ত।
এ যেন কণ্টকাকীর্ণ শিমুল বৃক্ষকে ফুলদল দিয়ে কেটে ফেলার মত অবিশ্বাস্য। অথচ বিধির অমোঘ বিধানকে রাবণের মেনে নিতে হয়েছে। এবং সে কাল সমরে কুলমান রক্ষার উপায় খুঁজে ফিরছে। বিশেষ পারদমতায় কবি এখানে রাবণের বেদনাকে উপমার সাহায্যে তুলে ধরেছেন ।
