কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে ব্যাখ্যা কর
কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে ব্যাখ্যা কর
![]() |
| কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে,প্রচেতঃ ব্যাখ্যা কর। |
উত্তর: মেঘনাদবধ কাব্যে বোনের অপমানের প্রতিশোধ নিতে লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে লংকার রাজবাড়ির অশোকবনে রেখে দেয়। সীতা উদ্ধারে রাম-লক্ষ্মণ রাবণভ্রাতা ঘরের শত্রু বিভীষণ ও হনুমানদের সহায়তায় লংকায় প্রবেশ করে এবং যুদ্ধ করে লংকার হাজার হাজার সৈন্যকে হত্যা করে।
রাবণপুত্র বীরবাহু যুদ্ধে নিহত হয়। দূতের মুখে রাবণ বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে শোকে আকুল হয়। শোক সামলিয়ে রাবণ প্রাসাদ শিখরে উঠে লংকার যুদ্ধক্ষেত্রের দিকে তাকালে তার মন হু হু করে। দেখতে পায় বীরবাহুসহ লংকার লক্ষ লক্ষ বীরসেনা মরে পড়ে আছে। লঙ্কার চারপাশ সমুদ্র বেষ্টিত।
লংকার প্রাকৃতিক রক্ষাকবচ সমুদ্র। রাবণ ভেবে পায় না যে, কীভাবে রামের সৈন্য লংকায় প্রবেশ করেছে। রাবণ প্রাসাদ শিখরে দাঁড়িয়ে চোখ দেয় সমুদ্রের প্রতি। সে দেখতে পায় সমুদ্রের মধ্যে পাথর এমনভাবে স্থির হয়ে আছে যেন মনে হচ্ছে আকাশের মেঘ সমুদ্রবক্ষে নেমে স্থির হয়ে আছে। রাবণ দেখতে পায় শিলাময় সেতুর দু'পাশে তরঙ্গসমূহ আঘাত করছে। তাতে ফেনাময় হয়ে উঠেছে দু'পাশ।
মনে হচ্ছে সাপ যেন উদ্যত ফণা তুলে গভীর নিনাদে উত্তাল হয়ে উঠছে। বর্ষাকালে নদীপথে জলস্রোত যেমন তীব্রবেগে প্রবাহিত হয়, তেমনি রাজপথের মত চওড়া সেতু দিয়ে কলরব করতে করতে জনস্রোত এগিয়ে চলেছে। রাবণের বুঝতে বাকি থাকে না যে রামের সৈন্য সমুদ্রের উপর সেতু করেছে।
দেশপ্রেমিক রাবণের বিশ্বাস ছিল যে, সমুদ্র অজেয়। কিন্তু আজ তার ভুল ভেঙে গেল। রাবণ ক্ষোভে-দুঃখে সমুদ্রকে ভর্ৎসনা করে। সমুদ্রগর্ভে কত না মণি মুক্তা লুকানো, সমুদ্র হচ্ছে রত্নাকর, অথচ সামান্য পাথরের মালার লোভ সে সামলাতে পারল না।
তাই শ্লেষের সাথে বলেছে যে, চমৎকার অপূর্ব মালা গলে পরায় সমুদ্রকে খুব সুন্দর লাগছে। কী না সুন্দর মালা সমুদ্রের গলে ঝুলছে । কথাগুলোতে রাবণের ক্ষোভ উপচে পড়েছে।
