মিনু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সহ ৫০টি
আপনারা যারা মিনু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সহ খুজতেছেন তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। সবাগতম আপনাকে আমাদের এই মিনু গল্পে। চলুন জেনে নেওয়া যাক নতুন ষষ্ঠ শ্রেণির মিনু গল্পের বহুনির্বাচনী প্রশ্ন।
![]() |
| মিনু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সহ |
মিনু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সহ ৫০টি
১. মিনু ছিল—
(ক) অন্ধ
(খ) মা-মরা মেয়ে
(গ) খোঁড়া
(ঘ) আদরের দুলালী
২. মিনুর বাবা মারা গেছে—
(ক) মিনুর জন্মের আগে
(খ) মিনুর জন্মের পরে
(গ) মিনুর জন্মের সময়
(ঘ) মিনুর পাঁচ বছর বয়সে
৩. যোগেন বসাক সম্পর্কে মিনুর—
(ক) জেঠা মশাই
(খ) মেসো মশাই
(গ) পিসে মশাই
(ঘ) মামা
৪. মিনুর জগৎ কীসের জগৎ?
(ক) মনের
(খ) চোখের
(গ) প্রকৃতির
(ঘ) ভাবনার
৫. মিনুর শত্রু হলো—
(ক) কয়লা
(খ) ভিমরুল
(গ) মিটসেফ
(ঘ) ওপরের সবকটি
৬. মিনু খুব ভোরে ওঠে কেন?
(ক) কাজের জন্য
(খ) প্রার্থনার জন্য
(গ) প্রাতভ্রমণের জন্য
(ঘ) সৌন্দর্য অবলোকনের জন্য
৭. কুই কুই শব্দ মিনুর কীসের অভিব্যক্তি?
(ক) উচ্ছ্বসিত আনন্দের
(খ) অতীত কষ্টের
(গ) আগ্রহ ব্যক্ত করার
(ঘ) ফুঁপিয়ে কান্নার
৮. জ্বর হওয়া মিনুর অপরাধ মনে হলো কেন?
(ক) জ্বর হলে সারা দিন শুয়ে থাকতে হয় বলে
(খ) সে আশ্রিত বলে
(গ) সে বৃষ্টিতে ভিজে জ্বর বাধিয়েছিল বলে
(ঘ) জ্বর হলে সে বকা খায় বলে
৯. মিনু কখন ঘুম থেকে ওঠে?
(ক) ৪টায়
(খ) ৫টায়
(গ) ৬টায়
(ঘ) ৭টায়
১০. মিনুর সই কে?
(ক) পিঁপড়ে
(খ) বোলতা
(গ) শুকতারা
(ঘ) হলদে পাখি
১১. 'মিনু' গল্পের মিনু কোথায় গিয়ে গদাই ও শানুকে ডাকে?
(ক) উনুনের ধারে
(খ) ঘরে গিয়ে
(গ) কয়লাগাদার কাছে
(ঘ) ঘরের ছাদে গিয়ে
১২. সরু ডালে হলদে পাখি দেখে মিনুর রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টির কারণ কী?
(ক) হলদে পাখির সৌন্দর্য অবলোকন
(খ) হলদে পাখি তার বন্ধু
(গ) অন্তরের ভেতর থেকে বাবার জন্য প্রতীক্ষা
(ঘ) হলদে পাখিটি সে ধরবে বলে
১৩. মিনুর জগতের সাথে বাইরের জগতের মিল না থাকার কারণ কী?
(ক) মিনু পাগল
(খ) মিনু অন্ধ
(গ) মিনু অনাথ
(ঘ) মিনু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ
১৪. জ্বরের ঘোরে মিনুর ছাদে যাওয়া দরকার মনে হওয়ার কারণ—
(ক) কাপড় মেলে দেওয়া
(খ) বাবার আসার প্রতীক্ষা
(গ) সইয়ের সাথে কথা বলা
(ঘ) প্রার্থনা করা
১৫. মিনু ঘটিটার কী নাম রেখেছে?
(ক) গদাই
(খ) পুটি
(গ) শানু
(ঘ) ঘুঁটে
১৬. 'মিনু' গল্পে কবির চোখে শুকতারা কোন রূপে ধরা দেয়?
(ক) বাষ্পমণ্ডিত গ্রহ
(খ) কালো মেঘের টুকরো
(গ) জ্বল জ্বল ধ্রুবতারা
(ঘ) নিশা বসানের আলোকদূত
১৭. 'সই এসে কয়লা ভাঙছে'— কার কথা বলা হয়েছে?
(ক) শুকতারা
(খ) যোগেন বসাক
(গ) পিসি
(ঘ) ভিমরুল
১৮. জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কী মনে হয়?
(ক) রক্তাক্ত মাংস
(খ) রক্তাক্ত মানুষ
(গ) রক্তাক্ত পশু
(ঘ) রক্তিম সূর্য
১৯. মিনুর বয়স কত?
(ক) সাত বছর
(খ) আট বছর
(গ) নয় বছর
(ঘ) দশ বছর
২০. মিনু ছিল কেমন?
(ক) দৃষ্টিপ্রতিবন্ধী
(খ) শ্রবণপ্রতিবন্ধী
(গ) বাকপ্রতিবন্ধী
(ঘ) অস্বাভাবিক
২১. 'মিনু' গল্পে রাক্ষসী কাকে খায়?
(ক) গদাইকে
(খ) শানুকে
(গ) কয়লাদের
(ঘ) পিঁপড়াদের
২২. মিনুর কাছে ঘুঁটে কী?
(ক) রাক্ষসী
(খ) জ্বালানি
(গ) তরকারি
(ঘ) সই
২৩. 'মিনু' গল্পে হাতুড়িটার নাম কী রেখেছে?
(ক) শানু
(খ) টিপু
(গ) গদাই
(ঘ) শাবলা
২৪. প্রকৃতির সঙ্গে মিনুর কী রয়েছে?
(ক) মিতালি
(খ) শত্রুতা
(গ) অভিমান
(ঘ) বৈরিতা
২৫. ঘুম থেকে উঠে মিনু কাকে দেখতে পায়?
(ক) শুকতারা
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) আকাশ
২৬. রান্নাঘরের কোনগুলো মিনুর বন্ধু?
(ক) মিটসেফ
(খ) কয়লা
(গ) বাসনগুলো
(ঘ) উনুন
২৭. মিনু কীসের সাথে সুসম্পর্ক গড়ে তোলে?
(ক) পাখির সাথে
(খ) ফুলের সাথে
(গ) প্রকৃতির সাথে
(ঘ) নদীর সাথে
২৮. 'কালা' শব্দের অর্থ কী?
(ক) বধির
(খ) রং
(গ) কৃপণ
(ঘ) খারাপ
২৯. কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারীকে কী বলে?
(ক) নভোচারী
(খ) পাখি
(গ) আকাশবাসী
(ঘ) খেচর
৩০. 'খিড়কি' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
(ক) লাঠিকাঠি
(খ) বাড়ির সামনের দরজা
(গ) বাড়ির পেছনের ছোট দরজা
(ঘ) ঘরের মাঝের দরজা
৩১. 'রোমাঞ্চিত' শব্দের অর্থ কী?
(ক) চিন্তিত
(খ) পুলকিত
(গ) বিমর্ষ
(ঘ) ব্যথিত
৩২. 'উনুন' শব্দের অর্থ কী?
(ক) আগুন
(খ) চুলা
(গ) পানি
(ঘ) সূর্য
৩৩. 'মিনু' গল্পটি পাঠের উদ্দেশ্য কী?
(ক) সমাজে শিশুপালকের হার হ্রাস করা
(খ) পিতৃ-মাতৃহীন সন্তানের প্রতি মমতা সৃষ্টি
(গ) বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা
(ঘ) প্রাণিকুলের প্রতি মমত্ববোধ সৃষ্টি
৩৪. 'মিনু' গল্পটির মধ্য দিয়ে আমরা কোন শ্রেণির মানুষের জীবনচিত্র পাই?
(ক) শারীরিক প্রতিবন্ধী
(খ) অন্ধ
(গ) দরিদ্র
(ঘ) মানসিক প্রতিবন্ধী
৩৫. মিনুর বাবা কখন মারা গেছে?
(ক) মিনুর জন্মের পূর্বে
(খ) মিনুর পাঁচ বছর বয়সে
(গ) মিনুর জন্মের পর
(ঘ) মিনুর জন্মের সময়
৩৬. প্রতিদিন ছাদে ওঠা মিনুর কর্তব্যের মধ্যে পড়ে কেন?
(ক) শুকতারা দেখার জন্য
(খ) আকাশ দেখার জন্য
(গ) হলদে পাখি বসেছে কি না দেখার জন্য
(ঘ) কাপড় শুকানোর জন্য
৩৭. মিনু কোন শত্রুর ওপর হাতুড়ি চালায়?
(ক) কয়লা
(খ) মাছি
(গ) মশা
(ঘ) মৌমাছি
৩৮. মিনু ছিল—
(ক) সম্পূর্ণ সুস্থ মানুষ
(খ) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
(গ) দৃষ্টিপ্রতিবন্ধী
(ঘ) পাগল
৩৯. মিনু দূরসম্পর্কের পিসির বাসায় থাকে কেন?
(ক) পিসি সন্তানহীন বলে
(খ) পিসি দত্তক নিয়েছেন বলে
(গ) সে পিতৃ-মাতৃহীন বলে
(ঘ) সে পিসিকে ভালোবাসে বলে
৪০. বনফুলের প্রকৃত নাম কোনটি?
(ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) বিনয় মুখোপাধ্যায়
(ঘ) বলেন্দ্রনাথ ঠাকুর
৪১. বনফুলের জন্ম কত খ্রিষ্টাব্দে?
(ক) ১৮৯৯ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৯৯ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৮৯ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৯১ খ্রিষ্টাব্দে
৪২. বনফুল ভারতের কোন স্থানে জন্মগ্রহণ করেন?
(ক) আসামে
(খ) কলকাতায়
(গ) মেঘালয়ে
(ঘ) বিহারে
৪৩. বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন—
(ক) চিকিৎসক
(খ) সাংবাদিক
(গ) চাকরিজীবী
(ঘ) আইন ব্যবসায়ী
৪৪. বনফুলের বেশি আগ্রহ ছিল—
(ক) সাংবাদিকতার প্রতি
(খ) ভ্রমণের প্রতি
(গ) সাহিত্যের প্রতি
(ঘ) খেলাধুলার প্রতি
৪৫. বনফুলের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো—
(ক) নবমঞ্জরী
(খ) বাহুল্য
(গ) অদৃশ্যলোক
(ঘ) উপরের সবকটি
৪৬. বনফুল তাঁর গল্পকে কীভাবে উপস্থাপন করেছেন?
(ক) বড় আকারে
(খ) ছোট আকারে
(গ) মাঝারি আকারে
(ঘ) খুব বড় আকারে
৪৭. বনফুলের গল্পের বৈশিষ্ট্য কোনটি?
(ক) আকর্ষণীয় উপস্থাপনা
(খ) আকারে বৃহৎ বর্ণনা
(গ) মধ্যবিত্ত জীবন বর্ণনা
(ঘ) শহুরে জীবন বর্ণনা
৪৮. বনফুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি?
(ক) বৈরী বৃষ্টিতে
(খ) শেষের কবিতা
(গ) রক্তকরবী
(ঘ) অনুগামিনী
৪৯. বনফুল মৃত্যুবরণ করেন—
(ক) ঢাকায়
(খ) করাচিতে
(গ) কলকাতায়
(ঘ) বিহারে
৫০. কত খ্রিষ্টাব্দে বনফুলের মৃত্যু হয়?
(ক) ১৯৬৯ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৭১ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৮৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৭৯ খ্রিষ্টাব্দে
মিনু গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা (আলাদাভাবে)
১. (খ) | ২. (ক) | ৩. (গ) | ৪. (খ) | ৫. (খ) | ৬. (ক) | ৭. (ঘ) | ৮. (ক) | ৯. (ক) | ১০. (গ) ১১. (গ) | ১২. (গ) | ১৩. (ঘ) | ১৪. (গ) | ১৫. (খ) | ১৬. (ঘ) | ১৭. (ক) | ১৮. (ঘ) | ১৯. (ঘ) | ২০. (গ) ২১. (গ) | ২২. (গ) | ২৩. (গ) | ২৪. (ক) | ২৫. (ক) | ২৬. (গ) | ২৭. (গ) | ২৮. (ক) | ২৯. (গ) | ৩০. (গ) ৩১. (খ) | ৩২. (খ) | ৩৩. (গ) | ৩৪. (ক) | ৩৫. (ক) | ৩৬. (ঘ) | ৩৭. (ক) | ৩৮. (খ) | ৩৯. (গ) | ৪০. (খ) ৪১. (ক/খ - ১৮৯৯) | ৪২. (ঘ) | ৪৩. (ক) | ৪৪. (গ) | ৪৫. (ঘ) | ৪৬. (খ) | ৪৭. (ক) | ৪৮. (ঘ) | ৪৯. (গ) | ৫০. (ঘ)
