৩৭টি মিনু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)

 মিনু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন খোজতেছেন তাদের জন্য আমাদের এই আর্টিকেল। চলুন খুব সুন্দর করে সাজানো তোমাদের জন্য মিনু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জেনে নিই।

৩৭টি মিনু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)
মিনু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)

মিনু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | মিনু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। মিনু কখন ঘুম থেকে ওঠে? 

উত্তর: মিনু ভোর চারটায় ঘুম থেকে ওঠে।

প্রশ্ন ২। 'উনুন' শব্দের অর্থ কী? 

উত্তর: 'উনুন' শব্দের অর্থ— চুলা।

প্রশ্ন ৩। মিনুর কয়লা ভাঙার পাথরের নাম কী? 

উত্তর: মিনুর কয়লা ভাঙার পাথরের নাম শানু।

প্রশ্ন ৪। মিনু মিটসেফটার নাম কী রেখেছিল? 

উত্তর: মিনু মিটসেফটার নাম রেখেছিল গপগপা।

প্রশ্ন ৫। মিনুর জগৎ কীসের জগৎ? 

উত্তর: মিনুর জগৎ চোখের জগৎ।

প্রশ্ন ৬। মিনুর বাবা কখন মারা যায়? 

উত্তর: মিনুর বাবা তার জন্মের আগেই মারা যায়।

প্রশ্ন ৭। লোকে কাকে মহৎ লোক বলে? 

উত্তর: লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে।

প্রশ্ন ৮। 'মিনু' গল্পে কাকে চব্বিশ ঘণ্টার চাকরানি বলা হয়েছে? 

উত্তর: 'মিনু' গল্পে মিনুকে চব্বিশ ঘণ্টার চাকরানি বলা হয়েছে।

প্রশ্ন ৯। মিনু কীসের ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে? 

উত্তর: মিনু দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে।

প্রশ্ন ১০। পূর্ব আকাশে দপ দপ করে কী জ্বলে? 

উত্তর: পূর্ব আকাশে দপ দপ করে শুকতারা জ্বলে।

প্রশ্ন ১১। কবির চোখে শুকতারা কী? 

উত্তর: কবির চোখে শুকতারা নিশাবসানের আলোকদূত।

প্রশ্ন ১২। কয়লাগুলো মিনুর কী? 

উত্তর: কয়লাগুলো মিনুর শত্রু।

প্রশ্ন ১৩। 'ডেইলিপ্যাসেঞ্জারি' শব্দের অর্থ কী? 

উত্তর: 'ডেইলিপ্যাসেঞ্জারি' শব্দের অর্থ প্রত্যহ যাতায়াতকারী।

প্রশ্ন ১৪। 'মিনু' গল্পে কার আশেপাশে কালো মেঘের টুকরো? 

উত্তর: 'মিনু' গল্পে শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো।

প্রশ্ন ১৫। মিনু হাতুড়িটার নাম কী রাখে? 

উত্তর: মিনু হাতুড়িটার নাম রাখে গদাই।

প্রশ্ন ১৬। কয়লা ভাঙতে গিয়ে মিনু কেমন শব্দ করে? 

উত্তর: কয়লা ভাঙতে গিয়ে মিনু হিসহিস শব্দ করে।

প্রশ্ন ১৭। কয়লা ভেঙে মিনু কার কাছে যায়? 

উত্তর: কয়লা ভেঙে মিনু ঘুঁটের কাছে যায়।

প্রশ্ন ১৮। 'মিনু' গল্পের উনুনের নাম কী? 

উত্তর: 'মিনু' গল্পের উনুনের নাম রাক্ষসী।

প্রশ্ন ১৯। আগুনের লাল আভাকে মিনুর কাছে কী মনে হয়? 

উত্তর: আগুনের লাল আভাকে মিনুর কাছে রাক্ষসীর তৃপ্তি মনে হয়।

প্রশ্ন ২০। মরা বোলতাটাকে নিয়ে যাওয়ার জন্য কারা ভিড় করে? 

উত্তর: মরা বোলতাটাকে নিয়ে যাওয়ার জন্য শত শত পিঁপড়া ভিড় করে।

প্রশ্ন ২১। জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কী মনে হয়? 

উত্তর: জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর রক্তাক্ত মাংস মনে হয়।

প্রশ্ন ২২। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন মিনু কী ভাবে? 

উত্তর: যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন মিনু ভাবে, তার সই আজ উনুনের ছাই পরিষ্কার করেনি।

প্রশ্ন ২৩। কয়লা বাদে মিনুর শত্রু আর কারা? 

উত্তর: কয়লা বাদে মিনুর শত্রু হলো বোলতা, ভিমরুল ও মিটসেফ।

প্রশ্ন ২৪। মিনুর উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি কী? 

উত্তর: মিনুর উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি হলো— কুই কুই কুই কুই শব্দ।

প্রশ্ন ২৫। ঘটিটার নাম মিনু কী রাখে? 

উত্তর: মিনু ঘটিটার নাম পুটি রাখে।

প্রশ্ন ২৬। মিনু কোথায় রোজ হাত বুলিয়ে দেয়? 

উত্তর: মিনু ঘটিটার তোবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়।

প্রশ্ন ২৭। মিনু চারটি গ্লাসের নাম কী রাখে? 

উত্তর: মিনু চারটি গ্লাসের নাম রাখে— হারু, বারু, তারু আর কারু।

প্রশ্ন ২৮। মিনু মিটসেফটার নাম কী দিয়েছে? 

উত্তর: মিনু মিটসেফটার নাম দিয়েছে গপগপা।

প্রশ্ন ২৯। ছাদ থেকে কী গাছ দেখা যায়? 

উত্তর: ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়।

প্রশ্ন ৩০। কোন জিনিসটি মিনুর মনে গাঁথা হয়েছিল? 

উত্তর: তার বাবা ফিরে আসবে, এ জিনিসটি মিনুর মনে গাঁথা হয়েছিল।

প্রশ্ন ৩১। মিনু রোজ একবার কোথায় ওঠে? 

উত্তর: মিনু রোজ একবার ছাদে ওঠে।

প্রশ্ন ৩২। জ্বর হওয়াটা মিনুর কাছে কী? 

উত্তর: জ্বর হওয়াটা মিনুর কাছে অপরাধ।

প্রশ্ন ৩৩। মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয় কেন? 

উত্তর: সরু ডালটাতে হলদে পাখি দেখে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়।

প্রশ্ন ৩৪। বোলতা দেখলে মিনু কী করে? 

উত্তর: বোলতা দেখলে মিনু সোঁ করে গামছা ঘুরিয়ে মারে।

প্রশ্ন ৩৫। বোলতা মেরে মিনু কী করে? 

উত্তর: বোলতা মেরে মিনু পিঁপড়াদের খেতে দেয়।

প্রশ্ন ৩৬। মিনুর ধারণা কবে তার বাবা আসবে? 

উত্তর: মিনুর ধারণা যেদিন মরা ডালটায় হলদে পাখিটা বসবে সেদিন তার বাবা আসবে।

প্রশ্ন ৩৭। 'মিনুর বাবা বিদেশ গেছে'— এ খবর কে মিনুকে দিয়েছিল? 

উত্তর: 'মিনুর বাবা বিদেশ গেছে'— এ খবর মাসিমা মিনুকে দিয়েছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ