সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (সংক্ষিপ্ত ছোট প্রশ্ন PDF)
![]() |
| সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
আজকের পোস্টে আমরা সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সহ জেনে নিব। নিম্নে অনেক গুলো সততার পুরস্কার গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া হয়েছে।
সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
লেখক পরিচিতি ও সাধারণ প্রশ্ন
প্রশ্ন ১: স্বর্গীয় দূত আরব দেশের কতজন লোককে পরীক্ষা করেছিলেন?
উত্তর: স্বর্গীয় দূত আরব দেশের তিন জন লোককে পরীক্ষা করেছিলেন।
প্রশ্ন ২: ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে কোন ব্যক্তির নিকট আসেন?
উত্তর: ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে ধবলরোগীর নিকট আসেন।
প্রশ্ন ৩: টাকওয়ালাকে দূত কী দিয়েছিলেন?
উত্তর: টাকওয়ালাকে দূত একটি গাভিন গাই (গাভী) দিয়েছিলেন।
প্রশ্ন ৪: কে নূরের তৈরি?
উত্তর: ফেরেশতা নূরের তৈরি।
প্রশ্ন ৫: মুহম্মদ শহীদুল্লাহর গ্রামের নাম কী?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহর গ্রামের নাম পেয়ারা।
প্রশ্ন ৬: মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ৭: মুহম্মদ শহীদুল্লাহ কী হিসেবে খ্যাত?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ বহুভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত।
প্রশ্ন ৮: মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন।
প্রশ্ন ৯: মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন।
প্রশ্ন ১০: কর্মজীবনে মুহম্মদ শহীদুল্লাহ কোন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
উত্তর: কর্মজীবনে মুহম্মদ শহীদুল্লাহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
প্রশ্ন ১১: মুহম্মদ শহীদুল্লাহর ছোটদের জন্য লেখা রচনা কোনগুলো?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহর ছোটদের জন্য লেখা রচনা ‘শেষ নবীর সন্ধানে’ ও ‘গল্প মঞ্জরী’।
প্রশ্ন ১২: মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় কোন শিশু-পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ‘আঙুর’ শিশু-পত্রিকা প্রকাশিত হয়।
প্রশ্ন ১৩: মুহম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন ১৯৬৯ সালে।
প্রশ্ন ১৪: ধবলরোগী, টাকওয়ালা ও অন্ধ ব্যক্তি কোন দেশের ছিল?
উত্তর: ধবলরোগী, টাকওয়ালা ও অন্ধ ব্যক্তি আরব দেশের ছিল।
প্রশ্ন ১৫: ফেরেশতা তিন ব্যক্তির কী পরীক্ষা করেছিলেন?
উত্তর: ফেরেশতা তিন ব্যক্তির সততা পরীক্ষা করেছিলেন।
প্রশ্ন ১৬: সকলে কাকে ঘৃণা করত?
উত্তর: সকলে ধবলরোগীকে ঘৃণা করত।
গল্পের বিস্তারিত প্রশ্ন
প্রশ্ন ১৭: ‘নূর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নূর’ শব্দের অর্থ জ্যোতি বা আলো।
প্রশ্ন ১৮: ধবল রোগীকে ফেরেশতা কী দিয়েছিলেন?
উত্তর: একটি গাভিন উট।
প্রশ্ন ১৯: ফেরেশতা কার মাথায় হাত বুলিয়ে দিলেন?
উত্তর: ফেরেশতা টাকওয়ালার মাথায় হাত বুলিয়ে দিলেন।
প্রশ্ন ২০: টাকওয়ালা ফেরেশতার কাছে কী চাইল?
উত্তর: টাকওয়ালা ফেরেশতার কাছে গাভি চাইল।
প্রশ্ন ২১: অন্ধ লোকটি ফেরেশতার কাছে কী চাইল?
উত্তর: অন্ধ লোকটি ফেরেশতার কাছে ছাগল চাইল।
প্রশ্ন ২২: অন্ধ লোকটিকে ফেরেশতা কী দিয়েছিলেন?
উত্তর: অন্ধ লোকটিকে ফেরেশতা একটি গাভিন ছাগল দিয়েছিলেন।
প্রশ্ন ২৩: ফেরেশতা কিসের রূপ ধরে এসেছিলেন?
উত্তর: ফেরেশতা মানুষের রূপ ধরে এসেছিলেন।
প্রশ্ন ২৪: দ্বিতীয়বার ফেরেশতা নিজেকে কী বলে পরিচয় দেন?
উত্তর: দ্বিতীয়বার ফেরেশতা নিজেকে এক বিদেশি বলে পরিচয় দেন।
প্রশ্ন ২৫: ‘উটের অনেক দাম’— কথাটি কে বলেছিল?
উত্তর: ‘উটের অনেক দাম’ কথাটি ধবলরোগী বলেছিল।
প্রশ্ন ২৬: ‘সততার পুরস্কার’ গল্পে কে কৃতজ্ঞ ছিল?
উত্তর: ‘সততার পুরস্কার’ গল্পে অন্ধ লোকটি কৃতজ্ঞ ছিল।
প্রশ্ন ২৭: ‘তুমি যাহা চাও তাহাই লও’— কথাটি কে বলেছিল?
উত্তর: ‘তুমি যাহা চাও তাহাই লও’— কথাটি অন্ধ ব্যক্তি বলেছিল।
প্রশ্ন ২৮: ‘পুঁজি’ শব্দের অর্থ কী?
উত্তর: পুঁজি শব্দের অর্থ মূলধন।
প্রশ্ন ২৯: ‘আমার সম্বল ফুরাইয়া গিয়াছে’— উক্তিটি কার?
উত্তর: ‘আমার সম্বল ফুরাইয়া গিয়াছে’— উক্তিটি স্বর্গীয় দূতের।
প্রশ্ন ৩০: সততার পুরস্কার কে পেয়েছিল?
উত্তর: সততার পুরস্কার অন্ধ লোকটি পেয়েছিল।
প্রশ্ন ৩১: ধবল রোগীকে ফেরেশতা কী শাস্তি দিয়েছিলেন?
উত্তর: ধবল রোগীকে ফেরেশতা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছিলেন।
প্রশ্ন ৩২: আল্লাহ কার ওপর খুশি হয়েছিলেন?
উত্তর: আল্লাহ অন্ধ লোকটির ওপর খুশি হয়েছিলেন।
