আবেগ শব্দ কাকে বলে | আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ
হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো আবেগ শব্দ কাকে বলে ও আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ। তোমরা যদি আবেগ শব্দ কাকে বলে বা আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ না জেনে থাকো তাহলে নিচে থেকে বিস্তারিত জেনে নাও।
আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ |
উত্তরঃ যেসব শব্দের মাধ্যমে মনের নানা আবেগ ও ভাব প্রকাশিত হয় তাদেরকে আবেগ-শব্দ বলে। এরা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় অন্য পদের সাথে এদের কোনাে সম্পর্ক নেই।
প্রকাশভঙ্গি অনুসারে আবেগ-শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়।
যেমন:
ক. সিদ্ধান্তবাচক আবেগ-শব্দ: অনুমােদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করতে | এ জাতীয় আবেগ-শব্দ ব্যবহৃত হয়। যেমন:
- হু, যুক্তিটা ভালােই মনে হচ্ছে।
- বেশ, তবে চলাে।
- আমি তােমার কোনাে বাধাই মানবাে না।
খ. প্রশংসাবাচক আবেগ-শব্দ: এ জাতীয় আবেগ-শব্দের সাহায্যে প্রশংসা বা তারিফের মনােভাব প্রকাশিত হয়। যেমন:
- শাবাশ! দেখার মতাে একটা ছক্কা হাকালে।
- বাঃ! তুমি তাে অসাধারণ গাইতে পার।
গ. বিরক্তিসূচক আবেগ-শব্দ: এ ধরনের আবেগ-শব্দের মাধ্যমে অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি। ইত্যাদি মনােভাব প্রকাশ করা হয়। যেমন:
- ছিঃ ছিঃ ! এত নীচ তুমি হতে পারলে। কী জ্বালা!
- লােক যে পিছু ছাড়ে না।
ঘ. ভয় ও যন্ত্রণাবাচক আবেগ-শব্দ: এ ধরনের আবেগ-শব্দের সাহায্যে আতঙ্ক, যন্ত্রণা। কাতরতা ইত্যাদি ভাব প্রকাশিত হয়। যেমন:
- উঃ! কী ব্যথা। আঃ!
- কী মুছিবত।
ঙ. বিস্ময়বাচক আবেগ-শব্দ: এ ধরনের আবেগ-শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাৰ প্রকাশ করে থাকে। যেমন:
- আরে, তুমি না চলে গেলে!
- আঁ, বলছাে কী? ও এখনাে বেঁচে আছে!
চ. করুণাবাচক আবেগ-শব্দ: করুণা, সহানুভূতি ইত্যাদি মনােভাব প্রকাশে এ ধরনের আবেগ-শব্দ ব্যবহৃত হয়। যেমন :
- আহা! মা-হারা ছেলেটির দেখার কেউ নেই।
- হায়! হায়! এখন সে কোথায় যাবে।
ছ. সম্বােধনবাচক আবেগ-শব্দ: সম্বােধন বা আহ্বান করার ক্ষেত্রে এ ধরনের আবেগ-শব্দ। ব্যবহৃত হয়। যেমন:
- ওগাে, আজ তােরা যাস নে ঘরের বাহিরে।
- হে বৎস, সদা সত্য কথা বলাে।
জ. অলংকারিক আবেগ-শব্দ: এ ধরনের আবেগ-শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরােধ, মিনতি ইত্যাদি মনােভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়।
- দুর পাগল! এ আবার বলতে হয় ।
- যাকগে যাক, ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই ।
আর্টিকেলের শেষকথাঃ আবেগ শব্দ কাকে বলে | আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ
আমরা এতক্ষন জানলাম আবেগ শব্দ কাকে বলে ও আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ ব্যাখা। যদি তোমাদের আবেগ শব্দ কাকে বলে | আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ ভালো লাগে তাহলে নিচে একটা কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
Sir apner lekha ta onak valo hoyca
Thanks for this,,,,,,written part🥰😍♥️😚🤗
thanks vai onak upokar holo🫶🫶
Thanks sir
আজ পরীক্ষা,
কিন্তু আবেগ শব্দ কাকে বলে ও কত প্রকার কি কি প্রশ্নটি বইয়ে খুঁজে পেলাম নাহ। পরে গুগল থেকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া প্রশ্নটি পড়ে অনেক উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে