১৫টি বাউল গানের লিরিক্স | বাউল গান লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে দেখবো বাউল গানের লিরিক্স গুলো। আমরা এখানে কিছু বাছাই করা বাউল গানের লিরিক্স (song lyrics) নিয়ে আসছি। যে গুলো তোমরা পছন্দ করবেই। এই বাউল গান অনেক আগে থেকে বাংলাদেশে আছে।

১৫টি বাউল গানের লিরিক্স | বাউল গান লিরিক্স
১৫টি বাউল গানের লিরিক্স | বাউল গান লিরিক্স

বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
যাইহোক বন্ধুরা এখন দেখবো সুচিপত্র। আর আজকের এই বাউল গানের লিরিক্স (song lyrics) পোস্টের সুচিপত্রে কোন কোন বাউল গানের লিরিক্স থাক্তেছে তা একনজরে দেখে নেই। তারপর আমরা ধাপ বাই ধাপ বিস্তারিত জানবো।

সুচিপত্রঃ ১৫টি বাউল গানের লিরিক্স | বাউল গান লিরিক্স (song lyrics)

Bolbona go ar kono din lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স | বাউল গান লিরিক্স (song lyrics)

Bolbona go ar kono din lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স বাউল গানটি গেয়েছেন সুকুমার সরকার। কভার ভার্সন গান গেয়েছেন জান্নাতুল ফেরদৌস শিউলী। মিউজিক রিক্রিয়েট করেছেন শোভন রায়। Bolbona go ar kono din lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স বাংলা ফোক গানের কথা লিখেছেন সুকুমার বাউল।
  • গানঃ Bolbona go ar kono din lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স
  • গায়কঃ সুকুমার সরকার
  • প্রচ্ছদ করেছেন: জান্নাতুল ফেরদৌস শিউলী
  • কথাঃ সুকুমার বাউল
  • পুনঃনির্মিত: শোভন রায়
  • লেবেল: স্টুডিও প্রোটিউনবিডি
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

বলে ছিলে গো, ভালবাসি গো
আজ কেন গো এমন হলো?
এমন হলো..

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।
কেন প্রতিবাদ..

বলবোনা গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।
বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বোলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।

Tomay hrid majhare rakhbo lyrics - তোমায় হৃদ মাঝারে রাখবো লিরিক্স | বাউল গান লিরিক্স

  • Song: Tomay Hrid Majhare Rakhbo (তোমায় হৃদ মাঝারে রাখবো)
  • Singer: Shaan And Shreya Ghoshal
  • Movie: The Bongs Again
  • Lyrics: Dwij Bhushan 

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না। 
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

Jodi thake nosibe lyrics bangla - যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে লিরিক্স | বাউল গান লিরিক্স

Jodi thake nosibe lyrics bangla - যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে লিরিক্স গান গেয়েছেন চিস্টি বাউল। গান বাংলা টেলিভিশনের জন্য একচেটিয়াভাবে টিএম প্রোডাকশন থেকে কৌশিক হোসেন তাপস এবং ফারজানা মুন্নি প্রযোজনা করেছেন। Jodi thake nosibe lyrics bangla - যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে লিরিক্স গানের কথা লিখেছেন চিস্টি বাউল।
  • Song : Jodi Thake Nosibe
  • Lyrics & Tune : Chisty Baul
  • Re-Composition & Keys : Kaushik Hossain Taposh
  • Label : Gaan Bangla TV
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা।

আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষণ,
সেই মনে আর ঘুণে ধরে না
রে মন ধরে না,
সেই মনে আর ঘুণে ধরে না।
ভালো লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না
রে মন সরে না,
এই যে ভীষণ যন্ত্রণা।

বেহায়ামনা শামসেল হকে
আশার মশাল জ্বেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা।
মনচোরা হালিম চান
নিদয়া নিষ্ঠুর পাষাণ,
আঁখি জলে মন টলে না রে তার টলে না,
এই যে ভীষণ যন্ত্রণা।

যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা।

Behaya mon lyrics bangla - বেহায়া মনটা লইয়া লিরিক্স | বাউল গান লিরিক্স

Behaya mon lyrics bangla - বেহায়া মনটা লইয়া লিরিক্স গানের কথা সালমা বাংলা গানের Behaya mon lyrics bangla - বেহায়া মনটা লইয়া লিরিক্স গানের লিরিক্স মূলত চিস্তি বাউল অভিনীত: মাহাবুব আলম শান, রিমি এবং প্রিয়াঙ্কা গানটি গান বাংলা টিভি থেকে তাপস, চিস্তি বাউল এবং রেশমি গেয়েছেন। কভার সংস্করণ গানটি গেয়েছেন কুরেঘর ব্যান্ডের তাসরিফ খান।
  • গানঃ Behaya mon lyrics bangla - বেহায়া মনটা লইয়া লিরিক্স
  • গায়িকাঃ সালমা
  • মূল গায়কঃ চিস্টি বাউল
  • পরিচালকঃ সৈয়দ আদনান শান্তু
  • ডপ: সানি খান
  • সঙ্গীত আয়োজনঃ অঙ্কুর মাহামুদ
  • সম্পাদনাঃ ফকরুল ইসলাম
  • লেবেল: ঈগল সঙ্গীত
বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আজ আমার ঘটিল জঞ্জাল (x2)

ও তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
আমি তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চণ্ডাল
কাটা গায়ে নুন ছিটায়া,
কাটা গায়ে নুন ছিটায়া
খুচাইয়া তুলতেছো ছাল ,
আজ আমার ঘটিল জঞ্জাল।

বেহাইয়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আইজ আমার ঘটিল জঞ্জাল।

ও তুই যতই ব্যেথা দিয়েছিস নিঠুর,
ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর,
ওরে লেগেছে মধুর।

যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর,
যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর
যতই করুক বেত্রাঘাত
তোর লাইগা রে,
তোর লাইগা বেহায়া মনটা
করে রে উৎপাত।
আমি শোনো বলি প্রাণনাথ ,
তোর লাইগা বেহায়া মনটা
করে রে উৎপাত।

ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী,
মাঝসাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি,
ওরে ডুবাইয়া দিলি।
ও তুই কোন বা দোষে কোন কারণে
ও তুই কোন বা দোষে কোন কারণে
ছাইড়া দিলি আমার সাথ।
তোর লাইগা রে,
তোর লাইগা বেহায়া মনটা
করে রে উৎপাত।

বেহায়া মনটা লইয়া,
তোমারে ভালোবাসিয়া
আইজ আমার ঘটিল জঞ্জাল।
আমি তোরে ভালোবাসি বলে
লোকে কয় চণ্ডাল,
আমি তোরে ভালোবাসি বলে
লোকে কয় চণ্ডাল
কাটা গায়ে নুন ছিটায়া,
কাটা গায়ে নুন ছিটায়া
খুঁচাইয়া তুলতেছো ছাল ,
আইজ আমার ঘটিল জঞ্জাল।

Shyam onge rai ongo lyrics - শ্যাম অঙ্গে রাই অঙ্গ লিরিক্স | বাউল গান লিরিক্স

Shyam onge rai ongo lyrics - শ্যাম অঙ্গে রাই অঙ্গ লিরিক্স বাংলা ফোক গান আবন্তি সিথির কভার। মূলত এই গানটি গেয়েছেন এবং বাংলায় অচেন শ্যাম ওঙ্গে রাই ওঙ্গো গান লিখেছেন পার্বতী দাস বাউল। একই গান জয়তী চক্রবর্তী, পৌসালি ব্যানার্জী এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন।
  • গান : Shyam onge rai ongo lyrics - শ্যাম অঙ্গে রাই অঙ্গ লিরিক্স
  • কণ্ঠ, কথা ও সুরঃ পার্বতী বাউল
  • প্রচ্ছদ করেছেন: অবন্তী সিথি
  • রিপ্রাইজ সংস্করণ: আমজাদ হোসেন
  • ভিডিও ক্রেডিটঃ আল মাসুদ
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো ..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
ঐ রাধা বলে কিবা নাম,
রাধা বলে কিবা নাম,
কে গাহে অন্তরে গো ..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

ঐ শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
দেখিয়া রাই নয়নখানি
দেখিয়া রাই নয়নখানি,
কী হলো আজ কানুর গো..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

এ কী ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে,
এ কী ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে,
হংস কহে সদানন্দের,
হংস কহে সদানন্দের
চরণ রেখো মাথে গো..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো ..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

Ma Amar Pagolini Baba Gajakhor Lyrics - মা আমার পাগলিনী লিরিক্স | বাউল গানের লিরিক্স

মা আমার পাগলিনী বাবা গাজাখোর বাংলা ফোক গান গেয়েছেন কৌশিক চক্রবর্তী। এই গানটি মূলত তারক দাস বাউল সঙ্গীতশিল্পী এবং পশ্চিমবঙ্গের পরিবেশক দ্বারা গেয়েছেন। শিব রাত্রির বিশেষ বাংলা গান পাগলা বাবা গাঞ্জাখোর রক সংস্করণ গানটি গেয়েছেন তন্ময় কর এবং বন্ধুরা।
  • গানঃ মা আমার পাগলিনী বাবা গাজাখোর
  • মূল গানঃ তারক দাস বাউল
মা আমার অন্নপূর্ণা
বাবা আমার পাগল খ্যাপা,
অন্ন জোটে না, হায় রে
বাবা আমার পাগল খ্যাপা
অন্ন জোটে না। 

বাবার সিদ্ধি গাঁজার দাম জোটে না
বাবার সিদ্ধি গাঁজার দাম জোটে না,
বাবা শ্মশান তে হয় বিভোর
শ্মশান তে হয় বিভোর,
বাবা শ্মশান তে হয় বিভোর ..
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর,
মা আমার পাগলিনী বাবা গাঞ্জাখোর। 

বাবার মাথায় আছে জটা, আছে জটা
জট গুলো সব কটা কটা,
এই কৈলাসেতে রূপের ছটা ধরেন পশুপতি 
কৈলাসেতে রূপের ছটা ধরেন পশুপতি। 

বাবা মাথায় আবার গঙ্গা ধরে
তাতে জোয়ার-ভাটা খেলে জোর,
তাতে জোয়ার-ভাটা খেলে জোর ..
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর
মা আমার পাগলিনী বাবা গাঞ্জাখোর। 

মা আমার রাজ রাজেস্বরী
বাবা আমার পাগল খ্যেপা দিন ভিকারী গো
হায় রে,
বাবা আমার পাগল খ্যেপা দিন ভিকারী গো। 
বাবা কৈলাশ-ধাম তেজ্য করে
বাবা কৈলাশ-ধাম তেজ্য করে,
হায়রে, হরি নামে হয় বিভোর
বাবা হরি নামে হয় বিভোর ..
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর। 

বাবার নামের জোরে জগৎ কাঁপে
(বোমা ভোলানাথ)
বাবার নামের জোরে জগৎ কাঁপে
(বাবার চরণে সেবা লাগি)
বোলি এমনি বাবার নামের জোর
বোলি এমনি বাবার নামের জোর ..
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর
মা আমার পাগলিনী বাবা গাঁজাখোর ..

Moner Moto Pagol Pelam Na Lyrics - মনের মত পাগল পেলাম না লিরিক্স | বাউল গানের লিরিক্স

Moner Moto Pagol Pelam Na Lyrics - মনের মত পাগল পেলাম না লিরিক্স ফোক গান প্রয়াত তারক দাস বাউল পরিবেশন করেছেন। কভার সংস্করণ গান গেয়েছেন কৌশিক চক্রবর্তী। একই গান কার্তিক দাস বাউল, লক্ষ্মণদাস বাউ এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন
  • Song : Moner Moto Pagol Pelam Na
  • Performed By : Late Tarak Das Baul
দেখি নকল পাগল সকল দেশে
নকল পাগল সকল দেশে,
আসল পাগল কয়জনা,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মত পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না।।

কেউ পাগল পিরিতি রসে
বিষয় লালসে, ধনের মানের যশের পাগল
আছে দেশে, ক্ষ্যাপা রে
ধনের মানের যশের পাগল আছে দেশে।

তারা মোহে মত্ত সদা চিত্ত
মোহে মত্ত সদা চিত্ত,
নিত্য সত্য মানে না।
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

শিবের মতো পাগল পাওয়া ভার
সুধা তে যে গরল জাগা হার
বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার,
ক্ষ্যাপা রে, বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার।

ও সে কিসের তরে ভিক্ষা করে
কিসের তরে ভিক্ষা করে?
ঘরে যার অন্নপূর্ণা ,
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

সবার ওপর এক পাগল আছে
এ জগৎ পাগল করেছে ..
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে,
ক্ষ্যাপা রে,
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে।

ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বাঁশির গানে বৃন্দাবনে
বৈদ্য উজান যমুনা ,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মতো পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না,
আমি মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

Khejur Gache Hari Badho Mon Lyrics - খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন লিরিক্স | বাউল গানের লিরিক্স

Khejur Gache Hari Badho Mon Lyrics - খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন লিরিক্স। এই বাংলা ফোক ঝুমুর বাউল গানটি জি বাংলা সারেগামাপা থেকে অর্পিতা চক্রবর্তী এবং অভিষেক নট্ট গেয়েছেন। পূর্বে এই গানটি দোহারের কালিকা প্রসাদ ভট্টাচার্য, বুধদেব দাস বাউল, কৃষ্ণ দাস বৈরাগ্য, পৌশালি ব্যানার্জী, রঞ্জিতা চক্রবর্তী, স্নীতা প্রামাণিক এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন।
  • গানঃ Khejur Gache Hari Badho Mon Lyrics - খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন লিরিক্স
  • গানের কথাঃ ঐতিহ্যবাহী ঝুমুর
তা না না নারে নারে, নারে নারে, নারে না
তা না না, নারে নারে না ..

খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন,
ও নইলে রস গড়িয়ে,
নইলে রস গড়িয়ে গোড়া পচে 
অকালে হবে মরণ, 
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 

মাটির একখান হাঁড়ি নিয়ে 
রশ্মি দিয়ে বেঁধে তারে,
মাটির একখান হাঁড়ি নিয়ে 
রশ্মি দিয়ে বেঁধে তারে,
উপরে করো তারে ঝুলন ঝুলন,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 

ও গাছে জোয়ার আসিলে 
ও গাছ কাটো কুশলে,
গাছের জোয়ার আসিলে 
ও গাছ কাটো কুশলে,
কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
পড়োনা তলে, মন রে পড়োনা তলে,
নইলে তলে পড়ে তোমার দেখি 
অকালে হবে মরণ,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 

সুরসিক গাছি যারা 
গাছের উপর ওঠে তারা,
সুরসিক গেছি যারা 
গাছের উপর ওঠে তারা,
গাছের উপর বসে তারা 
করে রস আস্বাদন,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 

অরসিক গাছি যারা 
গাছের উপর উঠে তারা,
অরসিক গাছি যারা 
গাছের উপর উঠে তারা,
আর কোনার দড়ি ছিঁড়ে তাদের 
অকালে হবে মরণ,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 

Bolbona Go Ar Kono Din 2 Lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স | বাউল গানের লিরিক্স

Bolbona Go Ar Kono Din 2 Lyrics - বলবোনা গো আর কোনদিন লিরিক্স সংস্করণ ২ গানটি গেয়েছেন বাউল সুকুমার। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহামুদ। অভিনয়ে: জাহের আলভী ও রাবিনা রাফিন। Koto Din Koto Raat Biroho Bedona Diye Kadabe এর কথা লিখেছেন বাউল সুকুমার ফোক গান।
  • গানঃ বোলবোনা গো আর কোন দিন ২
  • গায়কঃ বাউল সুকুমার
  • কথা ও সুরঃ বাউল সুকুমার
  • সঙ্গীতঃ অঙ্কুর মাহামুদ
  • গল্প ও পরিচালনাঃ ঈগল টিম
  • DOP: রাজন হোসেন রোম
  • লেবেল: ঈগল সঙ্গীত
কত দিন কত রাত,
বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
সে কথা ভাবিনিতো আগে,
সে কথা ভাবিনিতো আগে।

জানি তুমি থাকবে গো আমার হয়ে
তাইতো দিয়েছি পরান উজাড় করে।
সেদিনের সে স্মৃতি আজও মনে পড়ে,
সেদিনের সে কথা আজও মনে পড়ে
তুমিও কি ভাবোনি আগে..
তুমিও কি ভাবোনি আগে?

তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে
রেখেছি হৃদয় মাঝে আপন করে।
তবু তো নয়ন আমার বরে বরে কাঁদে,
তবু তো নয়ন আমার বরে বরে কাঁদে
তুমিও কি কেঁদেছিলে আগে..
তুমিও কি কেঁদেছিলে আগে?

কতদিন কতরাত,
বিরহ বেদনা দিয়ে কাঁদাবে
সে কথা ভাবিনিতো আগে,
সে কথা ভাবিনিতো আগে..

Bare Bare Aar Aasa Hobena Lyrics - বারে বারে আর আসা হবে না লিরিক্স | বাউল গানের লিরিক্স

Bare Bare Aar Aasa Hobena Lyrics - বারে বারে আর আসা হবে না লিরিক্স ফোক গান কার্তিক দাস বাউল গান গেয়েছেন। বাংলায় গানের কথা লিখেছেন ভাব পাগলা। কভার সংস্করণ গানটি সুরজিৎ চ্যাটার্জি দ্বারা ভূমি ব্যান্ড, বাউল সুকুমার, দীপু বাউল, সম্পা বিশ্বাস এবং আরও বিভিন্ন শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন।
  • গান : Bare Bare Aar Aasa Hobena Lyrics - বারে বারে আর আসা হবে না লিরিক্স
  • গায়কঃ কার্তিক দাস বাউল
  • গীতিকারঃ ভাব পাগলা
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি যাহা করে গেলে কেহ জানে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়,
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাহার কাছে ফাঁকিজুঁকি কিছু চলে না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

তুমি যাহা বদনে করনাই প্রকাশ,
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
মানুষের কুলে কালি আর দিও না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

সাবধানে চল মন হও হুঁশিয়ার,
তোমার বেলা তো বহে যায়
আসে অন্ধকার।
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
ভবা কহে,
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না..
বারে বারে আর আসা হবে না।

তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি যাহা করে গেলে কেউ জানে না
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আশা হবে না,
বারে বারে আর আশা হবে না।

Ke Anilo Re Kothay Chilo Re Lyrics - কে আনিলো রে লিরিক্স | বাউল গানের লিরিক্স

Ke Anilo Re Kothay Chilo Re Lyrics - কে আনিলো রে লিরিক্স গানটি গেয়েছেন এবং বাংলা বাউল গানের সুর ও কথা লিখেছেন বিজয় জীবন। Ke Anilo Re Kothay Chilo Re Lyrics - কে আনিলো রে লিরিক্স ফোক গানের লিরিক্স ফিমেল ভার্সন গেয়েছেন চম্পা দাস।
  • গানঃ কে আনিলো রে
  • মহিলা সংস্করণ: চম্পা দাস
কে আনিলো রে কোথায় ছিল রে
মধু মাখা হরি নাম,
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।
নদীয়া নগরে শচী মাতার ঘরে,
নদীয়া নগরে শচীমাতার ঘরে
উদয় হলো নিমাই চাঁদ...
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।

হরি নাম ভজ নাম জপো নাম করো সার,
হরি নামে ভাসাও তরী হয়ে যাবে পার।
হরি নামে মাতোয়ারা ও..
হরি নামে মাতোয়ারা সারা ব্রজ ধাম।
কে আনিলো রে কোথায় ছিলো রে
মধু মাখা হোরি নাম।

যত পাপী তাপী তরে গেল এই হরি নামে,
মুখে বলো হরি নাম শ্রবন করো কানে।
হরি নামে আছে সুধা ও..
হরি নামে আছে সুধা অমৃত সমান।
কে আনিলো রে কোথায় ছিল রে
মধু মাখা হোরি নাম।

বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই
প্রেমানন্দে বহু তোলে হরি বলো ভাই।
হরি নামের জলে ডুব দিলে ও..
হরি নামের জলে ডুব দিলে জুড়ায় মন প্রাণ।
কে আনিলো রে কোথায় ছিল রে
মধু মাখা হরি নাম।
নদীয়া নগরে শচী মাতার ঘরে,
নদীয়া নগরে শচীমাতার ঘরে
উদয় হলো নিমাই চাঁদ...
কে আনিল রে কোথায় ছিলো রে
মধু মাখা হরি নাম...

Cholo Cholo Noyone Lyrics - ছল ছল নয়নে লিরিক্স | বাউল গানের লিরিক্স

Cholo Cholo Noyone Lyrics - ছল ছল নয়নে লিরিক্স বাংলায় গানের কথা। এই বাংলা বাউল ফোক গানটি গেয়েছেন সমরেশ পাল, কার্তিক দাস বাউল, সঞ্জয় কৃতানীয়া এবং বিভিন্ন শিল্পী। 2017 সালে চোলো চোলো নয়নে হাসি মাখা বোদোনে বাংলা গানটি বোলো দুগ্গা মাইকি বাংলা চলচ্চিত্রে বাজানো হয়েছে: অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান, সৌরভ দাস এবং অন্যান্যরা।
  • গানের নাম : Cholo Cholo Noyone Lyrics - ছল ছল নয়নে লিরিক্স
  • গায়কঃ সমরেশ পল
  • অডিও লেবেল: JMD Ventures
  • বিক্রেতা: Gobindas Entertainment Pvt.ltd
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে,
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে
আনন্দে কাননে মন,
আনন্দে কাননে মন চলো অনিবার..
হরি বলো হরি বলো মন রে আমার,
হরি বলো হরি বলো মন রে আমার।

কেউ তো কারো নয়.. এ কথাটি সত্য
বুঝেও বোঝোনা মন তুমি যে অনিত্য (x2)
ওই দেখো তোমার বন্ধু,
করিতেছে ভব সিন্ধু
ওই দেখো তোমার বন্ধু,
করিতেছে ভব সিন্ধু
এক বিন্দু আশা তুমি করিও না আর..
হরি বলো, হরি বলো মন রে আমার,
হরি বলো, হরি বলো মন রে আমার।

গতি নেই, গতি নেই হরি নাম ছাড়া
কন্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা (x2)
ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে,
ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে
জ্বলিতেছে মানবের যত অহংকার..
হরি বল হরি বল মন রে আমার,
হরি বল হরি বল মন রে আমার।

আর কত কাল রবে এই ধরা-ধামে
মজলি না রে মন মধু হরি নামে (x2)
ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে,
ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে
হরি নামে ভোরে দাও,
গুরু নামে ভোরে দাও বিষয় সংসার
হরি বলো, হরি বলো মন রে আমার,
হরি বলো, হরি বলো মন রে আমার।

ছলো ছলো নয়নে হাঁসি মাখা বদনে,
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে
আনন্দে কাননে মন,
আনন্দে কাননে মন চলো অনিবার..
হরি বলো হরি বলো মন রে আমার,
হরি বলো হরি বলো মন রে আমার।

Valobasa Jay Sokolke Lyrics - ভালবাসা যায় সকলকে লিরিক্স | বাউল গানের লিরিক্স

Valobasa Jay Sokolke Lyrics - ভালবাসা যায় সকলকে লিরিক্স গানটি গেয়েছেন বাউল সুকুমার। পাগল বাচ্চু রচিত অঙ্কুর মাহামুদ এবং ভালবাসা জয় সোকোলকে বিশ্বাস কোরা যায় না বাংলা গানের কথা লিখেছেন মুসি। অভিনয়ে: আফজাল সুজন ও ওন্টোরা। প্রযোজনা করেছেন কচি আহমেদ।
  • গান : Valobasa Jay Sokolke Lyrics - ভালবাসা যায় সকলকে লিরিক্স
  • গায়কঃ বাউল সুকুমার
  • কথা ও সুরঃ পাগল বাচ্চু
  • সঙ্গীতঃ অঙ্কুর মাহামুদ
  • গল্প ও পরিচালনাঃ ঈগল টিম
  • ডিওপি: রাজন হোসেন রোম
  • সম্পাদনা ও রঙঃ শামীম হোসেন
  • লেবেল: ঈগল সঙ্গীত
ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

সূর্যের আলোয় ঝিলমিল করে
পথের বালুকণা,
তাই বলে কি পথের বালু
হয় কখনো সোনা।

স্বর্ণের দামে পথের বালু
কেউ তো কিনে নেয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

ফুলদানিতে রং মাখানো
সাজানো কাগজের ফুল,
মধু খাওয়ার আশা করলে
হবে তোমার মস্ত ভুল।

সেই ভুলতে প্রেমের সুবাস
বিকশিত হয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

গায়ের জোরে প্রেম চলে না
প্রেম করতে হয় মন দিয়া,
হাত বান্দিবি পা ও বান্দিবি
মন বান্দিবি কি দিয়া।

বাচ্চু বলে মন ভাঙিলে
আর তো জোড়া রয় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না,
মনের মতো মনের মানুষ
সকলই পায় না।

Golemale Golemale Pirit Koro Na Lyrics - গোলেমালে গোলেমালে পীরিত করো না লিরিক্স | বাউল গানের লিরিক্স

Golemale Golemale Pirit Koro Na Lyrics - গোলেমালে গোলেমালে পীরিত করো না লিরিক্স গানটি গেয়েছেন অর্কদীপ মিশ্র একই গানটি গেয়েছেন বোলেপুর ব্লুজ ব্যান্ড দ্য সোল কানেকশনের ডিসেম্বর 2011 সালে মুক্তিপ্রাপ্ত এই বাংলা বাউল গানটি মূলত পূর্ণদাস বাউল এবং তারপর কার্তিক দাস বাউল গেয়েছেন। .
  • ব্যান্ড: দ্য ফোক ডায়ার্জ
  • কণ্ঠঃ অর্কদীপ মিশ্র
  • গানের কথাঃ Golemale Golemale Pirit Koro Na Lyrics - গোলেমালে গোলেমালে পীরিত করো না লিরিক্স
  • গিটার: সায়ন দাস, কুমারজিৎ রাতুল নাথ
  • বেস গিটার: সন্দীপ সরকার
  • বাঁশি: স্বরজিৎ রাতুল গুহ
  • ড্রামস: হৃক মিত্র
  • অভিনয়ঃ তানিয়া দাস
  • চিত্রগ্রহণ করেছেন: সৌরদীপ্ত চৌধুরী (রকরুলজ স্টুডিও পিকচার্স)
  • লেবেল: ফোক স্টুডিও বাংলা
ও ভাই রে পিরিতি কাঁঠালের আঁঠা
ও ভাই রে পিরিতি কাঁঠালের আঁঠা
সে আঁঠা লাগলে পরে ছাড়ে না
গোলেমালে গোলেমালে পীরিত করো না
গোলেমালে গোলেমালে পীরিত করো না..

পিরিতির রীতি জানো না
আরে করলে পীরিত হয় বিপরীত,
পরে ঘটবে যন্ত্রনা (x2)
যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না
গোলেমালে গোলেমালে পীরিত করো না
গোলেমালে গোলেমালে পীরিত করো না..

ওরে এক ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
অরে পীরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই পা ধুয়ে খেলে (x2)

পিরিতির জাতের বিচার করতে গেলে
পিরিতির জাতের বিচার করতে গেলে
ভাই রে ভাই মিলবে না চাঁদের কনা
মিলবে না চাঁদের কনা..
গোলেমালে গোলেমালে পীরিত কোরো না
গোলেমালে গোলেমালে পীরিত কোরো না..

পিরিতির জগ ডুমুরের ফুল
পিরিতির জগ ডুমুরের ফুল
যেন আলেকলতার মূল
ভাবনা জেনে করলে পিরিতি জীবের পক্ষে ভুল

এক পিরিতি শিব-সশল বাসি
আর এক পিরিতে নোদের গোরা নিমাই সন্ন্যাসী
হলো নিমাই সন্ন্যাসী
আবার গীত গোবিন্দ পদ্মাবতী
আবার গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা
গোলেমালে গোলেমালে পীরিত করো না

Prem Kore Mon Dila Na Lyrics - প্রেম করে মন দিলা না লিরিক্স Baul Sukumar | বাউল গানের লিরিক্স

প্রেম করে মন দিলা না গানটি গেয়েছেন বাউল সুকুমার বাংলা স্যাড গান। অভিনয়ে: আফজাল সুজন ও রাবিনা রাফিন। সংগীতায়োজন করেছেন নেরু এবং বাংলা গানের কথা লিখেছেন ইয়াসিন হোসেন নেরু ও জাভেদ।
Song : Prem Kore Mon Dila na
Singer : Baul Sukumar
Lyrics : Yeasin Hossain Neru & Javed
Tune & Music : Neru
Story & Directed by : Eagle Team
DOP: Rajon Hossain Romm
Edit : Imratul Islam
Color : Shamim Hossain
Production : Sumon
Label : Eagle Music
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।

ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।

বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।

পুকুর ধারে হাঁটতে গেলে
তোমার কথা মনে পড়ে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না রে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না।

দিন ফুরালে সন্ধ্যা নামে
তোমার কথা মনে পড়ে,
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না রে।
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না।

বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।

জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে
ব্যথার নদী বইয়া চলে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না রে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না।

চোখ বুজিলে তুমি আসো
মিছামিছি ভালোবাসো,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না রে,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না।

কারো, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মেলে না, মেলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মেলে না, মেলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।

বাউল গানের ইতিহাস | বাউল গানের লিরিক্স

বাউল গান বাউল ধর্মীয় সম্প্রদায়ের অতীন্দ্রিয় গান। তারা এক ধরণের জাগতিক ধর্মীয় তত্ত্বকে লালন করে যা দেহের সারাংশের ভিত্তিতে গঠিত হয় (এই মতবাদ যে দেহ সমস্ত সত্যের আসন) এবং ঈশ্বর সম্পর্কে জ্ঞানের উপর। এটি বাউল ধর্মীয় মতবাদ নামে পরিচিত। এর কোনো লিখিত সাহিত্য বা ধর্মগ্রন্থ নেই। বাউলরা তাদের ধর্মীয় মতবাদ, দর্শন, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং তাদের বিশ্বাসকে সাহিত্যের মাধ্যমে, সঙ্গীতের ভাষায় প্রকাশ করে। এই মৌখিক সঙ্গীত বাউল গান নামে পরিচিত। 

বাউলরা তাদের গানকে তাদের ধর্মের অংশ বলে মনে করে। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে – আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক – যেমন, ধর্মীয় জমায়েত এবং উত্সব এবং সঙ্গীত গেয়ে মেডিক্যান্সি। তারা দেহতত্ত্বের মতবাদ অনুশীলন করে ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা করে(বিশ্বাস যে শরীর হল সমস্ত সত্যের আসন)। তারা ঈশ্বরকে প্রতীকী শব্দে সম্বোধন করে, যেমন: মানুষ, প্রেমিক বা প্রেয়সী, অচেনা পাখি, মনুরে ইত্যাদি। তারা বিশ্বাস করে যে ঈশ্বর মানুষের দেহে বাস করেন। তাই দেহ উদযাপনের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের সাথে মানুষের আত্মার মিলন সহজতর করা। 

ব্যক্তি আত্মার প্রেম বা ভক্তির মাধ্যমে এই মিলন সম্ভব। বাউলদের দেহকেন্দ্রিক ধর্মীয় অনুশীলন গুরুর উপর নির্ভরশীল। বাউলদের একজন গুরুর দ্বারা দীক্ষা নিতে হয় এবং আধ্যাত্মিক অর্জন বা মোক্ষলাভের জন্য অনেক আচার-অনুষ্ঠান সম্পাদন করতে হয়। বাউল সঙ্গীত মূলত দেহ, আত্মা, ঈশ্বর, গুরু, প্রেম এবং ভক্তি, সৃষ্টির রহস্য এবং অনুরূপ অন্যান্য বিষয়গুলির সাথে সম্পর্কিত। এভাবেই, বাউল সঙ্গীতে নিম্নলিখিত মতবাদগুলি প্রাধান্য পেয়েছে: আত্মা, দেহ, গুরু, প্রেম, সৃষ্টি, মানব ইত্যাদি মতবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ