ফ্রিতেই কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ ডাউনলোড

কিভাবে ছবির সাইজ কমানো যায় সেই বিষয়ে আপনি কি আর্টিকেল খুজতেছেন? অথবা ছবির সাইজ কমানোর অ্যাপ যদি খুজে থাকেন তাহলে আপনি এই আর্টিকেল থেকে ছবির সাইজ পরিবর্তন বা ছবির সাইজ কমানোর উপায় জানতে পারবেন।
কিভাবে ছবির সাইজ কমানো যায়  ছবির সাইজ কমানোর অ্যাপ
কিভাবে ছবির সাইজ কমানো যায়  ছবির সাইজ কমানোর অ্যাপ

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আপনাদের সাথে আছি। আমি আজকে আপনাদের জানাবো কিভাবে ছবির সাইজ কমানো যায়। 

ছবির সাইজ কমানোর অ্যাপ আছে সেই অ্যাপ গুলো আমরা আজকে আপনাদের সাথে তুলে ধরব। চল জেনে নেই বিভিন্ন ধরনের ছবির সাইজ কমানোর উপায়।

ছবির সাইজ কমানোর উপায়

আমরা যখন আমাদের ফোনে ছবি উঠায় তখন ছবির সাইজ অনেক বড় হয়ে যায়। অথবা ক্যামেরায় যখন ছবি উঠায় তখনো কিন্তু ছবির সাইজ বিশাল আকার হয়ে থাকে। 

আমাদের বিভিন্ন কারন বশত ছবির সাইজ কমাতে হয়। যেমন আমরা যখন পাসপোর্ট ভিসা করতে যায় তখন ছবির সাইজ এক রকম লাগে আবার যখন চাকরির আবেদন বা বিভিন্ন কোনো কাজে ছবির সাইজ ছোট বড় করা লাগে। 

কিভাবে ছবির সাইজ কমানো যায় সেই বিষয়ে আজকে আমরা জানবো। অনেকে মানুস আছে যারা বিভিন্ন ভাবে ছবির সাইজ কমিয়ে থাকে। 

আবার কেউ কেউ আছে যারা  ছবির সাইজ কমানোর অ্যাপ খুজে থাকে। আমরা সবার জন্য সব পদ্ধতি নিয়ে এসছি। আপনারা এই পোস্টে অনেক ভাবে ছবির সাইজ কমানোর উপায় জানতে পারবেন।

ডিজিটাল ফটোগুলি আপনার ফোনের ডিভাইস বা কম্পিউটারে সংরক্ষিত পিক্সেল দিয়ে তৈরি। কিছু ছবি অন্যদের থেকে বেশি MB/KB নিয়ে গঠিত। এমন কিছু ধরণের ডিজিটাল চিত্র রয়েছে যেগুলি লক্ষ লক্ষ পিক্সেলের সমন্বয়ে রয়েছে যা তাদের অত্যন্ত বড় করে তোলে। 

এই ছবিগুলি অনেক স্টোরেজ স্পেস নেয়, যা আপনি যদি ইমেল করার চেষ্টা করেন বা অন্য ডিভাইস বা কম্পিউটারে স্থানান্তর করার চেষ্টা করেন তাহলে সমস্যা হতে পারে৷

সমাধান হল ইমেজ কম্প্রেস করা, যা ইমেজ রিসাইজ না করেই ছবির সাইজ কমিয়ে দেয়। এই বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে অনলাইনে ফটোগুলি কীভাবে সংকুচিত করবেন তা সন্ধান করুন৷

তবে আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে ছবির সাইজ কমাতে গিয়ে আবার যেনো ছবির কোয়ালিটি খারাপ না হয়। ছবির কোয়ালিটি খারাপ হয়ে গেলে সেই ছবি আর কোনো কাজে আসবে না। তাই সেই দিকে খেয়াল রেখে আমাদের Photo Size Reducer করতে হবে।

সুচিপত্রঃ কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

ছবির সাইজ কমানোর ওয়েবসাইট

ছবির সাইজ কমানোর অ্যাপ

একটি ফটো কম্প্রেস বা সাইজ কমানো সহজ. আপনি কোন ছবিগুলির সাইজ কমাতে চান, আপনি কিসের জন্য ফটোগুলি ব্যবহার করতে চান, আপনার কাছে যে ধরণের ডিভাইস রয়েছে এবং আপনি চিত্রগুলিকে সংকুচিত করতে কী ধরণের সফ্টওয়্যার ব্যবহার করছেন তার উপর নির্ভর করে পদ্ধতিগুলি কিছুটা আলাদা হবে ৷

আমরা এই আর্টিকেলটিতে ফটো ফাইলের আকার কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব এবং কিছু সহজ অনুসরণ যোগ্য পদক্ষেপের মাধ্যমে ব্যাখ্যা করব।

1. TinyPNG এর মাধ্যমে কিভাবে ছবির সাইজ কমানো যায়

TinyPNG হল বিনামূল্যে ছবি্র সাইজ করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট গুলির মধ্যে একটি। এই টুলের সাহায্যে, আপনাকে শুধু আপনার ছবি আপলোড করতে হবে এবং টুলটি আপনার জন্য সেই ছবিগুলিকে সাইজ করে দিবে। আপনি এই টুলের সাহায্যে এক বা একাধিক ছবি একসাথে সংকুচিত করতে পারেন।

যদিও সাইটের নাম PNG উল্লেখ করে, সাইটটি JPG ছবির জন্যও কাজ করে।

  • আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজারে TinyPNG সাইটটিতে প্রবেশ করুন ৷
  • সাইট লোড হয়ে গেলে, আপনার ফটো আপলোড করতে মাঝখানে আপলোড আইকনটিতে ক্লিক করুন৷

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

  • আপনি যে ফটোর সাইজ কমাতে চান সেই ফটো আপলোড করুন, মনে রাখবেন আপনি একবারে 20 টির মতো ছবি আপলোড করতে পারেন ৷
  • ফটোগুলি আপলোড করা হলে, TinyPNG সেগুলিকে সংকুচিত করা শুরু করবে।
  • আপনি যদি একটি ছবি আপলোড করে থাকেন, তাহলে আপনার ছবির সংকুচিত সংস্করণ ডাউনলোড করতে ছবির নামের পাশে ডাউনলোড করুন নির্বাচন করুন।

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ
  • আপনি যদি একাধিক ফটো আপলোড করে থাকেন, তাহলে আপনার সমস্ত সংকুচিত ফটো সহ একটি জিপ সংরক্ষণাগার পেতে সব ডাউনলোড করুন নির্বাচন করুন।
কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

2. Imagesmaller.com এর মাধ্যমে কিভাবে ছবির সাইজ কমানো যায়

ইমেজ স্মলার হল (ফ্রি) আরেকটি ওয়েবসাইট যা আপনাকে আপনার ইমেজের সাইজ কমাতে দেয়। এই সাইটটি JPG, PNG, GIF, এবং TIFF সহ বেশ কয়েকটি ইমেজ ফরম্যাট সমর্থন করে। আপনি 50MB সাইজ পর্যন্ত ছবি আপলোড করতে পারেন।

  • আপনার কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজারে ইমেজ স্মলার সাইটটি খুলুন ।
  • সাইটে, ইমেজ ফাইল নির্বাচন করুন এবং সংকুচিত করার জন্য চিত্র বা চিত্রগুলি নির্বাচন করুন।

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

  • সাইটটি আপনার ছবির আকার কমানোর জন্য অপেক্ষা করুন।

  • ছবি সংকুচিত হলে, সংকুচিত ছবি ডাউনলোড করতে ডাউনলোড নির্বাচন করুন ।
কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

ডাউনলোড পৃষ্ঠাটি আপনার ছবির আসল এবং সংকুচিত আকার দেখায়। এইভাবে আপনি জানেন আপনার ছবি কতটা সংকুচিত হয়েছে।

03. Kraken এর মাধ্যমে কিভাবে ছবির সাইজ কমানো যায় 

বেশিরভাগ ক্র্যাকেন পরিষেবাগুলি অর্থপ্রদান করা হয়, তবে আপনি বিনামূল্যের জন্য নির্দিষ্ট সেটিংস সহ এর ইমেজ রিসাইজার ব্যবহার করতে পারেন। 

এই বিনামূল্যের সেটিংস কোনো সমস্যা ছাড়াই আপনার ছবির আকার কমাতে যথেষ্ট ভাল।

ছবি সংকুচিত করতে ক্র্যাকেন ব্যবহার করতে:

  • অপ্টিমাইজেশন মোড নির্বাচন করুন বিভাগ থেকে , ক্ষতিহীন নির্বাচন করুন । ইমেজ মানের উপর খুব বেশি প্রভাব না ফেলে আপনার ইমেজ রিসাইজ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য এটি।

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

  • আপলোড আইকনটি নির্বাচন করুন এবং আপনি যে ছবিটি সংকুচিত করতে চান সেটি আপলোড করুন।

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

  • ক্রাকেন আপনার ইমেজ কম্প্রেস করা শুরু করবে। আপনি সাইটের নীচে অগ্রগতি বার দেখতে পাবেন।
  • আপনার ছবি সম্পূর্ণ সংকুচিত হয়ে গেলে, আপনার কম্পিউটারে ছবিটি ডাউনলোড করতে ডাউনলোড ফাইল নির্বাচন করুন ।

কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ

04. Compresspng.com এর মাধ্যমে কিভাবে ছবির সাইজ কমানো যায়

আপনি যদি অপটিমিজিলা ব্যবহার করে ছবির আকার কমাতে চান, তাহলে আপনি এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

  • আপনার কম্পিউটারের ব্রাউজারে 'ইমেজ কম্প্রেসার' খুলুন। এটি https://imagecompressor.com/ এ অ্যাক্সেস করা যেতে পারে । পৃষ্ঠার শীর্ষে 'আপলোড ফাইল'-এ ক্লিক করুন। এটি একটি ফাইল এক্সপ্লোরার উইন্ডো খুলতে অনুরোধ করবে।
  • কন্ট্রোল' কী চেপে ধরে এবং প্রতিটি ফটোতে ক্লিক করে আপনি যে ছবিগুলি আপলোড করতে চান তা নির্বাচন করুন৷ আপনি একবারে 20টি ছবি আপলোড করতে পারেন।
  • অপটিমিজিলা ওয়েবসাইটে ছবিগুলি আপলোড করতে উইন্ডোর নীচের ডানদিকের কোণে 'ওপেন' নির্বাচন করুন৷ থাম্বনেইলের তালিকায় ক্লিক করে ডিকম্প্রেশনের জন্য একটি ফটো নির্বাচন করুন।
  • আপনি বাম দিকের অসঙ্কোচিত সংস্করণ এবং ডানদিকে সংকুচিত সংস্করণ দেখতে নিচে স্ক্রোল করতে পারেন। কম্প্রেশন বাড়াতে বা কমাতে ডানদিকে কোয়ালিটি স্লাইডারটিকে উপরে বা নিচে টেনে আনুন। প্রস্তুত হলে 'প্রয়োগ করুন' নির্বাচন করুন।
  • পৃষ্ঠার শীর্ষে 'সব ডাউনলোড করুন' নির্বাচন করুন৷ এটি আপনার সংকুচিত চিত্রগুলির একটি জিপ ফোল্ডার তৈরি করে, যা আপনি আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।

ছবির সাইজ কমানোর অ্যাপ | Photo Reduce App

অনলাইনে ছবির সাইজ কমানোর অ্যাপ অনেক আছে। আমরা আজকে আপনাদের সামনে তিনটি বাছাই করা ছবির সাইজ কমানোর অ্যাপ নিয়ে আসছি। এই অ্যাপ গুলোর মাধ্যমে খুব সহজে আপনি ছবির সাইজ কমাতে পারবেন।

সেই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে অথবা নিচের দেওয়া অ্যাপ গুলোর লিঙ্কে ক্লিক করে ছবির সাইজ কমানোর অ্যাপ গুলো ডাউনলোড করতে পারেন।

অ্যাপ গুলো ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করার পর আপনি যে পিক গুলোর সাইজ কমাতে চান সেই ফটো গুলো আপলোড করুন। এর পর নিজের ইচ্ছা মতো ফটোর সাইজ কমিয়ে নিন।

উপরে বর্ণিত বিভিন্ন পদ্ধতির সাহায্যে, আপনি দ্রুত এবং সহজেই আপনার যেকোনো ছবির ফাইলের আকার কমাতে পারেন। আপনি যদি অ্যাপগুলি ইনস্টল করতে পছন্দ না করেন তবে আপনি ওয়েবসাইট গুলি ব্যবহার করতে পারেন এবং আপনার ফটো গুলির সাইজ সংকুচিত করতে  পারেন ৷

আর্টিকেলের শেষকথাঃ কিভাবে ছবির সাইজ কমানো যায় | ছবির সাইজ কমানোর অ্যাপ
আমি আরকে রায়হান আপনাদের এতক্ষন দেখালাম ছবির সাইজ কমানোর অ্যাপ এবং কিভাবে ছবির সাইজ কমানো যায়। যদি আপনাদের এই এই কিভাবে ছবির সাইজ কমানো যায় পোস্ট টি ভালো লাগে তাহলে এখনি তোমার প্রিয় বন্ধুকে জানিয়ে দাও কিভাবে ছবির সাইজ কমানো যায়। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আরকে র‍্যহান ওয়েবসাইট টি নিয়মিত ভিজিট কর।
Next Post Previous Post
2 Comments
  • Yasin Ali
    Yasin Ali 16 June

    উপকারী পোস্ট

    • আরকে রায়হান
      আরকে রায়হান 10 July

      ধন্যবাদ স্যার কিভাবে ছবির সাইজ কমানো যায় পোস্টে কমেন্ট করার জন্য।

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ