মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ টি।
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ |
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ
মূলভাব: যেকোনো কাজের সাফল্যের জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি ও কর্মপ্রেরণা, নতুবা কাজ উদ্ধার করা অসম্ভব হয়ে যায়। যারা আপাত প্রতিকূলতাকে জয় করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে কর্মোদ্যোগ গ্রহণ করে; সাফল্য তাদের নিশ্চিত ।
সম্প্রসারিত ভাব: কর্মে সাফল্য লাভ খুব সহজ বিষয় নয়; এর জন্য অসম্ভব নিষ্ঠা ও মানসিক শক্তি প্রয়োজন । আত্মাকে কর্মের প্রতি একনিষ্ঠ করতে পারলেই কেবল সাফল্য অমিতরূপে ধরা দেয়। তবে আত্মাকে একনিষ্ঠ করা অত্যন্ত দুরূহ ও কঠিন কাজ। মানুষের চঞ্চল মনকে বশ করার ক্ষমতা অধিকাংশক্ষেত্রেই তার হাতে থাকে না; সে কারণে আত্মার উদ্বোধনও তার কাছে জটিল হয়ে পড়ে। সহজ কাজও তখন দুরূহ হয়ে তার কাছে ধরা দেয়; চারদিকের প্রতিকূলতাও তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। এমতাবস্থায় মানুষ যদি আত্মশক্তির ওপর আস্থা রাখতে না পারে, তবে কোনোভাবেই সাফল্যের দেখা সে পাবে না। জীবনের চলার পথের বন্ধুরতায় মুষড়ে পড়া ব্যক্তি কোনোভাবেই আত্মচেতনাকে সাফল্যকামী করতে পারে না। দৃঢ়প্রতিজ্ঞা ও দৃঢ়চিত্তই পারে মানুষকে সম্ভাবনাময় করে তুলতে। পৃথিবীর ইতিহাস প্রত্যক্ষ করে দেখা যায়, যাঁরা নিজেদের মনোবলকে একীভূত করে কর্মোদ্যোগ গ্রহণ করতে পেরেছেন এবং -শেষপর্যন্ত আত্মস্পৃহাকে ধরে রেখেছেন, তাঁরাই সাফল্য লাভে স্মরণীয় হয়েছেন। ইংরেজি প্রবাদে বলা হয়েছে, ‘Do or die’। সংস্কৃত সাহিত্যেরও নীতিগল্পগুলোতে কর্ম সম্পর্কে এ প্রবাদই উচ্চারিত হয়েছে। . বাঙালির ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, তাঁদের মধ্যেও লক্ষ্যজয়ের অদম্য ইচ্ছা ছিল। সে কারণেই যুগে যুগে তারা নানা বাধাবিপত্তিকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে গেছে। তবে শুধু মানুষের মধ্যেই নয়, প্রকৃতির নানা প্রাণীর মধ্যেও আমরা কর্মসম্পাদনের অদম্য ইচ্ছার প্রকাশ দেখতে পাই। পিঁপড়েসহ ক্ষুদ্র জীবগুলো কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দ্বারা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করে থাকে। একই প্রবণতা মৌমাছির ক্ষেত্রেও দেখা যায়। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে তারাও কঠোর পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। আর সম্রাট নেপোলিয়নের কথা আমরা সবাই জানি— আত্মশক্তিকে কাজে লাগিয়েই তিনি দিগ্বিজয়ী হয়েছিলেন; নিজেকে স্মরণীয় করে রেখেছেন ইতিহাসের পাতায় ।
মন্তব্য: সর্বকালে সর্বযুগে আত্মপ্রত্যয়ী, প্রবল ইচ্ছার অধিকারী ও পরিশ্রমী মানুষই পৃথিবীতে জয়লাভ করেছে। ভয় ও উদ্বেগ নিয়ে যারা বাস করে সাফল্য তাদের ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায় । তাই সাহস ও প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে সকল কর্মে সফলতা অর্জন করতে হবে ।
আর্টিকেলের শেষকথাঃ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ
আমরা এতক্ষন জেনে নিলাম মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ টি। যদি তোমাদের আজকের এই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।