বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ  টি।

বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ
বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ

বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ

মূলভাব: কর্মমুখর পৃথিবীতে সুন্দর জীবনের জন্যে পরিশ্রম এবং বিশ্রাম দুটোই অপরিহার্য। বিশ্রাম ও কাজ একই সূত্রে গ্রথিত, একটি অপরটির পরিপূরক। একটির জন্যেই অপরটির প্রয়োজন ।

সম্প্রসারিত ভাব: ফুলের পাপড়ি ছুঁয়ে উড়ে বেড়ায় যে প্রজাপতি সে এক সময় ডানা গুটিয়ে নিশ্চল হয়ে বসে। অন্তহীন নীলিমায় অবাধ সঞ্চারমান বিহঙ্গ নেমে আসে মাটির বুকে। যে মানুষটি মাথার ঘাম পায়ে ফেলে গাঁইতি চালিয়ে পাথর ভাঙে, সেও হাতিয়ার ফেলে দুদণ্ড দাঁড়ায়। কেননা কাজের শেষে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কাজের ফাঁকে এ বিরাম বা বিশ্রামের সময়টুকু হলো অবকাশ। বিশ্রাম কাজের অবিচ্ছেদ্য অংশ। কাজ সৌভাগ্যের প্রসূতি, জীবনে আনে সমৃদ্ধি। আর বিশ্রাম আনে কাজে উদ্যম, শক্তি ও প্রেরণা। পরিশ্রমের পর শান্ত ও ক্লান্ত দেহকে সুস্থ করে হৃত উদ্যম ফিরিয়ে আনার জন্য যেমন বিশ্রামের প্রয়োজন, তেমনই বিশ্রামের পর দেহের কর্মস্পৃহাকে সচল, সজীব রাখার জন্য নিয়মিত শ্রমেরও প্রয়োজন । দেহের পক্ষে একটানা পরিশ্রম যেমন ক্ষতিকর, তেমনই একটানা বিশ্রাম মোটেও সুখকর নয়। একটানা বিশ্রাম জীবনকে করে তোলে অলস, অচল ও কর্মবিমুখ। পক্ষান্তরে, একটানা পরিশ্রমের ফলে দেহমনে ভর করে অবসাদ, লুপ্ত হয় দেহের কর্মক্ষমতা। চোখের পাতা যেমন চোখের জন্য অপরিহার্য অঙ্গ তেমনই বিশ্রামও পরিশ্রমের জন্যে অপরিহার্য। নতুবা বিশ্রামের অন্য কোনো সার্থকতা নেই ।

মন্তব্য: কাজ ও বিশ্রাম পাশাপাশি একে-অপরের সাথে সম্পৃক্ত। কিন্তু একতরফা কাজ অথবা একতরফা বিশ্রাম কোনোটাই জীবনের জন্যে কল্যাণকর নয় । তাই কাজের পাশাপাশি বিশ্রাম, বিশ্রামের পাশাপাশি কাজ অপরিহার্য ।

আর্টিকেলের শেষকথাঃ বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ

আমরা এতক্ষন জেনে নিলাম বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ  টি। যদি তোমাদের আজকের এই বিশ্রাম কাজের অঙ্গ ভাবসম্প্রসারণ  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ