অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অস্তিত্ববাদী নারীদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী
অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী

অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী

  • অথবা, অস্তিত্ববাদী নারীদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। 
  • অথবা, অস্তিত্ববাদী নারীদের গুণাবলিসমূহ সংক্ষেপে লেখ ।

উত্তর : ভূমিকা : আধুনিক নারীবাদী চিন্তাজগতের অন্যতম পদপ্রদর্শক সিমন দ্য বেভোয়ার প্যারিসের এক ক্যাথলিক বুজোয়া পরিবারে (১৯০৮-১৯৮৬) জন্মগ্রহণ করেন। একজন নারীবাদী লেখিকা হিসেবে কাজ শুরুর বহু বছর পূর্ব হতেই তিনি ‘অস্তিত্ববাদী’ দার্শনিক ও সক্রিয় আন্দোলনকর্মী হিসেবে পরিচিত ছিলেন। 

বেভোয়ার এর 'The Second Sex' গ্রন্থটি ৬০-এ দশকে আমেরিকায় ও ৭০ এর দশকে ইউরোপে নারীবাদী আন্দোলনে প্রচণ্ড প্রভাব ফেলে । বেভোয়ার মতে, “জন্ম নয় বরং পরিবেশই নারীকে তৈরি করে ।”

→ অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্য : অস্তিত্ববাদী নারীবাদ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত যা একে অন্যান্য নারীবাদ থেকে পৃথক করেছে । যেমন :

(i) অস্তিত্ববাদী নারীবাদ অস্তিত্ববাদী দর্শন দ্বারা প্রভাবিত ।

(ii) সমাজ কিভাবে নারীকে Second Sex-এ পরিণত করে অস্তিত্ববাদী নারীবাদ তা ব্যাখ্যা করে ।

(iii) অস্তিত্ববাদী নারীবাদ নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক other ও self এর মধ্যে সংঘাতের সম্পর্কের ন্যায় ব্যাখ্যা করে 

(iv) অন্যান্য নারীবাদের ন্যায় অস্তিত্ববাদী নারীবাদও পিতৃতন্ত্রকে নারী অধস্তনতার মূল কারণ হিসেবে বিবেচনা করে ।

(v) অস্তিত্ববাদী নারীবাদ মনে করে। সামাজিকীকরণের মধ্য দিয়ে নারীকে নারী হিসেবে গড়ে তোলা হয় যা নারী অধস্তনতাকে

সুনিশ্চিত করে ।

(vi) অস্তিত্ববাদী নারীবাদ নারীকে বুদ্ধিজীবী শ্রেণি হিসেবে গড়ে তোলার কথা বলে ।

(vii) অস্তিত্ববাদী নারীবাদে নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ হতে পিতৃতন্ত্র উচ্ছেদের কথা বলা হয়েছে। 

(viii) সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তনই অস্তিত্ববাদী নারীবাদের মূল উদ্দেশ্য।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সিমন দ্য বেভোয়ার অস্তিত্ববাদী পরিভাষায় বলেছেন, পিতৃতন্ত্রের ভাবাদর্শ নারীকে দেখে সীমাবদ্ধ ও পুরুষকে দেখে সীমাতিক্রান্ত রূপে। 

মূলত অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যসমূহ ও নারী অধিকার আদায় ও বৈষম্য দূরীকরণ পন্থাই সমাজের সর্বস্তরের মানুষকে অস্তিত্ববাদী নারীবাদের প্রতি আকৃষ্ট করেছে।

আর্টিকেলের শেষকথাঃ অস্তিত্ববাদী নারীদের গুণাবলিসমূহ সংক্ষেপে লেখ

আমরা এতক্ষন জেনে নিলাম অস্তিত্ববাদী নারীবাদের বৈশিষ্ট্যগুলো কী কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ