হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায়

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায় ।

হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায়
হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায়

হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায়

  • হেপাটাইটিস সি কিভাবে ছড়ায়?
  • হেপাটাইটিস সি ভাইরাস যেভাবে ছড়ায় তা বর্ণনা কর ।

উত্তর : ভূমিকা : বর্তমানে পৃথিবীর ১৮ কোটি মানবদেহে হেপাটাইটিস সি বসবাস করে। পৃথিবীর শতকরা ৩% মানুষের এ ভাইরাস আছে। 

আমেরিকা মহাদেশে ২০ মিলিয়নের বেশি ইউরোপে ৩০ মিলিয়ন এশিয়ার ৭০ মিলিয়ন লোক প্রায় এ ভাইরাসে আক্রান্ত । ধারণা করা হয় যে অনেক সুস্থ মানবদেহে এ ভাইরাস থাকতে পারে।

→ হেপাটাইটিস সি যেভাবে ছড়ায় : নিম্নেলিখিত উপায়ে হেপাটাইটিস সি ছড়ায় । যথা-

১. সংক্রামিত ব্যক্তির রক্ত গ্রহণ করলে।

২. দৈহিক মিলন ও ডায়ালাইসিসের মাধ্যমে।

৩. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ শরীরে প্রতিস্থাপন করলে। 

৪. রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত টুথ ব্রাশ ব্লেড রেজর কাঁচি ইত্যাদি ব্যবহার করলে।

৫. গর্ভবতী মায়েদের শিশুদের হতে পারে যদি গর্ভবতী মায়েরা এ ভাইরাসে আক্রান্ত হয়।

৬. চুম্বন লোহনের সময় লালার মাধ্যমে।

৭. আক্রান্ত মায়ের দুধ পান করলে।

৮. আক্রান্ত ব্যক্তির সাথে দৈহিক মিলন করলে।

৯. সার্জারির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে অন্যের ক্ষেত্রে ব্যবহার করলে।

১০. স্বাস্থ্যসম্মত স্যানিটেশন না থাকলে এবং যেখানে সেখানে মল ত্যাগ করলে ।

১১.অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে।

১২. ত্বকের ক্ষতের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

১৩. সমবাসীদের পায়ু মুখগহ্বরের সংস্পর্শে এ রোগ ছড়ায় । 

১৪. শিরাভ্যন্তরে মাদক বা হেরোইন গ্রহণ করার ফলে । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, এ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তা প্রায় ২১৪-২৮২ দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পেতে পারে। 

অনেকক্ষেত্রে ৩২ দিন থেকে ২৭০ দিনও লাগতে পারে। কিন্তু এ রোগের যথাযথ চিকিৎসা নেওয়া খুবই জরুরি।

আর্টিকেলের শেষকথাঃ হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায়

আমরা এতক্ষন জেনে নিলাম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ছড়ায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ