২৯টি অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন - Oporichita Short Question Answer

অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন pdf  Oporichita Short Question Answer
অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন pdf  Oporichita Short Question Answer

২৯টি অপরিচিতা গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্ন PDF - Oporichita Short Question Answer

■ লেখক-পরিচিতি

প্রশ্ন-১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?

উত্তর: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 

প্রশ্ন-৩. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি 'ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন-৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট মৃত্যুবরণ করেন । মূলপাঠ

প্রশ্ন-৫. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? (ডা. কে. ১৭/

উত্তর: বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।

প্রশ্ন-৬. অনুপমকে 'মাকাল ফল'-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে? /ক. বো. ১৯/

উত্তর: অনুপমকে ‘মাকাল ফল'-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল। পণ্ডিতমশায় ।

প্রশ্ন-৭. কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে? /রাং কে. ১৭/

উত্তর: অনুপমকে 'মাকাল ফল' বলে বিদ্রুপ করা হয়েছে।

প্রশ্ন-৮. অনুপমের বাবার পেশা কী ছিল? / চ. বো. ১৯/

উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।

প্রশ্ন-৯. ‘অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে?

উত্তর: ‘অপরিচিতা' গল্পে ব্যঙ্গার্থে অনুপমকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে।

প্রশ্ন-১০. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? 

উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিসতুতো ভাই বিনুদাকে পাঠানো হয়েছিল।

প্রশ্ন-১১. কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন কে?

উত্তর: কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন অনুপমের পিসতুতো ভাই বিনুদা । 

প্রশ্ন-১২. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?

উত্তর: অনুপমের পিসতুতো ভাইয়ের নাম- বিনু ।

প্রশ্ন-১৩. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন?

উত্তর: গায়ে হলুদে কনের বাড়িতে যে পরিমাণ বাহক গিয়েছিল তাদের আপ্যায়নে কল্যাণীদের কী রকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন।'

প্রশ্ন-১৪. 'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? 

উত্তর: ‘অপরিচিতা' গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল 

প্রশ্ন-১৫. ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি ?

উত্তর: ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি ।

প্রশ্ন-১৬. 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল? 

উত্তর: ‘অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি। 

প্রশ্ন-১৭. কল্যাণীর বাবার নাম কী?

উত্তর: কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন ।

প্রশ্ন-১৮. কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?

উত্তর: কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

প্রশ্ন-১৯, বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? 

উত্তর: বিবাহ ভাঙ্গার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে। । 

প্রশ্ন ২০. গজাননের ছোটো ভাই কে?

উত্তর: গজাননের ছোটো ভাই কার্তিক।

প্রশ্ন-২১. ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কী? 

উত্তর: ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম ফল্গু । 

প্রশ্ন-২২, ‘কন্সট’ শব্দের অর্থ কী? ক. বো. ১৭/

উত্তর: 'কন্সট' শব্দের অর্থ—নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান 

প্রশ্ন-২৩. ‘প্রদোষ' শব্দের অর্থ কী?

উত্তর: 'প্রদোষ' শব্দের অর্থ সন্ধ্যা।

■ পাঠ-পরিচিতি

প্রশ্ন-২৪. ‘অপরিচিতা' গল্পের লেখক কে?

উত্তর: ‘অপরিচিতা' গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন-২৫. ‘অপরিচিতা' গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

উত্তর: ‘অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথম চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায় । 

প্রশ্ন-২৬. 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: ‘সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। 

প্রশ্ন-২৭. ‘অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম কী?

উত্তর: ‘অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম অনুপম ।

প্রশ্ন-২৮. ‘অপরিচিতা' গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? 

উত্তর: ‘অপরিচিতা' গল্পটি প্রথম ‘গল্পসপ্তক' গ্রন্থে প্রকাশিত হয় । 

প্রশ্ন-২৯. ‘গল্পসপ্তক' কীসের সংকলন?

উত্তর: ‘গল্পসপ্তক’ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন ।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 03 February

    Thanks

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ