হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো spencer এর সামাজিক বিবর্তন তত্ত্ব জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর ।

হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর
হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর

হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর

  • স্পেন্সারের সামাজিক বিবর্তন সংক্ষেপে উল্লেখ কর।
  • অথবা, হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর। 

উত্তর : ভূমিকা : মানুষ সামাজিক জীব। সময়ের সাথে সাথে সমাজব্যবস্থার পরিবর্তন ঘটে। সমাজব্যবস্থার এই পরিবর্তন নিয়ে স্পেন্সার গবেষণা করেন। 

সকল সমাজই একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হচ্ছে। সমাজের এই পরিবর্তনকে সামাজিক বিবর্তন বলে। সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে স্পেন্সারের এই সামাজিক বিবর্তন তত্ত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ।

→ সামাজিক বিবর্তন : স্পেন্সার সামাজিক বিবর্তনের ব্যাখ্যা দেন। তিনি তাঁর "First Principle" গ্রন্থে সামাজিক বিবর্তনের নিয়মাবলি তুলে ধরেন। 

তিনি পদার্থবিদ্যা ও দর্শনের আলোকে এই বিবর্তনের সূত্র দেন। তিনি সামাজিক বিবর্তনের তিনটি সূত্র ও চারটি প্রকল্পের প্রস্তাবনা করেন। নিম্নে উল্লেখ করা হয়।

→ প্রকল্প : তিনি সামাজিক বিবর্তনে ৪টি প্রকল্পের কথা তুলে ধরেছেন। যথা-

১. শক্তিসমূহের আন্তঃসম্পর্কের নিশ্চয়তা;

২. রূপান্তরের ক্ষেত্রে শক্তির অক্ষুণ্ণতা;

৩. বস্তুসমূহের প্রতিকূলতায় পথের দিকে অগ্রসর হওয়া এবং ৪. গতির শৃঙ্খলা ।

Sponcer বস্তু ও সমাজ জীবনের যাবতীয় বিষয়াদির বিবর্তন দেখিয়েছে এভাবে

প্রথমত, সরল অবস্থা হতে জটিল অবস্থায় রূপান্তর ।

দ্বিতীয়ত, সামরিক ও যুদ্ধভিত্তিক সমাজ হতে শিল্প সমাজে রূপান্তর স্পেন্সারের মতে, “মানবসমাজ অনেক স্তর অতিক্রম করে সভ্য হয়েছে। মানবসমাজ বনদশা থেকে বিবর্তনের মাধ্যমে সভ্যদশায় পৌঁছে।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে মানুষের জীবনধারা পরিবর্তিত হয়। 

সমাজের এই পরিবর্তনের নাম সামাজিক বিবর্তনবাদ । হার্বার্ট স্পেন্সারের অন্যতম আলোচ্য বিষয় হলো সামাজিক বিবর্তন তত্ত্ব।

আর্টিকেলের শেষকথাঃ হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন ব্যাখ্যা কর

আমরা এতক্ষন জেনে নিলাম spencer এর সামাজিক বিবর্তন তত্ত্ব । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ