ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর  জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর  ।

ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর 

ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর 

  • ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ গুলো লিখ।

উত্তর : ভূমিকা : ধনুস্টংকার রোগে মানুষের শরীরের রক্তে এর জীবাণু প্রবেশ করার মাধ্যমে ছড়ায়। সাধারণতভাবে মাটি, বালি, ধুলা এবং তৃণভোজী প্রাণীর মল হলো এ রোগের প্রধান উৎস। 

এ রোগের প্রধান কারণ হলো এক প্রকার জীবাণু। এ | জীবাণুটির। ক্লসট্রোভিয়াস টিটানি নামক জীবাণুর সংক্রামণ। নিম্নে এ রোগের লক্ষণ ও উপসর্গসমূহ আলোচনা করা হলো :

→ ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ : ধনুস্টংকার রোগের জীবাণু ক্লসট্রোভিয়াস টিটানি মানবদেহে প্রবেশ করে। রক্তে মিশে যায়। এ জীবাণু আস্তে আস্তে শরীরে বিষাক্ত এক প্রকার রস উৎপাদন করে। 

এ রস স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশে | আক্রমণ করে ফলশ্রুতিতে খুব তাড়াতাড়ি এ রোগ প্রকাশ পায় এবং খুবই তাড়াতাড়ির সাথে অবস্থার অবনতি ঘটে। সূচনাতে / শুরুতে দেখা যায়

১. আক্রান্ত ব্যক্তির শরীর খারাপ লাগা ।

২. ঘাড়ে ও গলায় ব্যথা হতে পারে ।

৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো চোয়াল আটকে যাওয়া 

৪. মাঝে মাঝে দেখা যায় রোগী মুখ খুলতে পারে না; বরং চিবানোর কাজে ব্যবহৃত মাংসপেশিগুলোতে খিচুনি দেখা যায় । 

৫. আক্রান্ত ব্যক্তি একদিকে চেয়ে থাকে ।

৬. পর্যায়ক্রমে মুখ, ঘাড় ও বুক পিঠের মাংসপেশিতে খিচুনি হতে পারে। 

৭. খিচুনির ফলে আড়ষ্টতা দেখা দেয় শরীর ঠেকে ধনুকের মতো হয়ে যাওয়া অচেতন হয়ে যাওয়া ইত্যাদি লক্ষ করা যায়।

৮. এমনকি বেশি পরিমাণ খিচুনি ও শ্বাস-প্রশ্বাস নালির অবশতার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমাদের দেশে ধনুস্টংকার রোগের নানারকম চিকিৎসা রয়েছে। 

আমরা যদি শিশুদেরকে ৬ সপ্তাহ বয়স হতে নিয়মিত তিনবারে টিকা দেই তবে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। বাংলাদেশ সরকার স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে এ রোগে টিকা বিনামূল্যে বিতরণ করে ।

আর্টিকেলের শেষকথাঃ ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর 

আমরা এতক্ষন জেনে নিলাম ধনুস্টংকার রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর  । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ