সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর
সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর

সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর

  • অথবা, সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর ।
  • অথবা, সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্যাবলি কী কী?

উত্তর ভূমিকা : সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেসব পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে সমষ্টিগত দলীয় আলোচনা একটি অতি সাম্প্রতিক সংযোজন। সমষ্টিগত দলীয় আলোচনা এক প্রকার গুণগত পদ্ধতি। 

এটি স্বল্প সময়ে দ্রুত ও সঠিক তথ্য পেতে ব্যবহৃত হয়। সমাজ গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি একক কৌশল। অন্যান্য পদ্ধতির একটি সহযোগী কৌশল হিসেবে এটি ব্যবহৃত হয়। বিগত শতাব্দীর সত্তরের দশকে প্রথম বিশেষজ্ঞগণ এ পদ্ধতির প্রয়োগ করেন।

সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য : ফোকাস দল আলোচা/সমষ্টিগত দলীয় আলোচনা বর্তমান সময়ে বহুলভাবে ব্যবহৃত একটি গবেষণা পদ্ধতি । ফোকাস দল বা সমষ্টিগত দলীয় আলোচনা পদ্ধতির সামগ্রিক বিষয়াবলি সম্পর্কে জানতে হলে এর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানতে হবে। নিম্নে এ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো—

১. ফোকাস দল আলোচনা পদ্ধতি এক ধরনের গুণাত্মক পদ্ধতি ।

২. আলোচনা পদ্ধতি এ পদ্ধতির প্রাণস্বরূপ ।

৩. এ পদ্ধতিতে অংশগ্রহণকারী সকলের মতামত সংগৃহীত হয় ।

৪. এতে সমধর্মী ও সময় বৈশিষ্ট্যপূর্ণ মানুষ আলোচনা করার সুযোগ পায় ।

৫. এ পদ্ধতিতে অংশগ্রহণকারী সকলের মতামত সংগৃহীত হয় ।

৬. সুনির্দিষ্ট আলোচনাকে সামলে রেখে এ পদ্ধতির আলোচনা শুরু করতে হবে।

৭. এ পদ্ধতিতে গবেষকের ভূমিকা হয়ে দাঁড়ায় একজন মধ্যস্থতাকারী।

৮. সাধারণত ৬-১২ জনের একটি ক্ষুদ্র দল নিয়ে ফোকাস দল আলোচনার কাঠামো গঠিত হয় ।

৯. এটি পূর্ব নির্ধারিত বিষয়, সময় ও স্থানে পরিচালিত হয়।

১০. এতে বহুমাত্রিক তথ্যানুসন্ধান ও বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা যায় ।

১১. এ পদ্ধতিতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়।

১২. বিভিন্ন ব্যক্তির মতামতের ওপর একে অন্যকে প্রশ্ন করেন, কোনো বিষয়ে সকলে তাদের মতামত দিয়ে থাকেন। 

১৩. গবেষক আলোচনার সময়ে উপস্থিত থেকে দলের আলোচনাকে গভীরে নিয়ে গিয়ে মূল আলোচনায় উপাত্ত বের

করে আনেন ।

১৪. খোলামেলা আলোচনার মাধ্যমে প্রত্যেকের মতামত, যুক্তিতর্ক ইত্যাদির মধ্য থেকে উপাত্ত সংগৃহীত হয়।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ফোকাস দল আলোচনা মূলত একটি দলীয় আলোচনা আর আলোচনাই হচ্ছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মূল ভিত্তি। যে কারণে এ আলোচনা হয় অত্যন্ত খোলামেলা ও সহজ সরলভাবে। 

বর্তমান বিশ্বে সামাজিক গবেষণার কাজে সরকারি ও বেসরকারি সংস্থায় এ পদ্ধতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফোকাস দল আলোচনা পদ্ধতিতে এক প্রকার গুণাত্মক পদ্ধতি বলে অভিহিত করা হয় ।

আর্টিকেলের শেষকথাঃ সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্য উল্লেখ কর

আমরা এতক্ষন জেনে নিলাম সমষ্টিগত দলীয় আলোচনার বৈশিষ্ট্যাবলি কী কী । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ