১০টি মাছের নাম বাংলা ও ইংরেজিতে

আমরা হচ্ছি মাছে ভাতে বাঙ্গালী। তাই আমাদের প্রতিদিনের খাবারে মাছ থাকবে না, এটা হতেই পারে না। নদীমাতৃক দেশ বাংলাদেশে আমরা ছোট থেকেই মাছের সাথে পরিচিত। তাই আমরা সবাই কিছু না কিছু মাছের নাম অবশ্যই জানি। 

তবে আমাদের অধিকাংশ ছেলেমেয়েরা বাজার না করার কারণে আমরা অনেক মাছের নামই জানি না। যেখানে আমরা মাছের নাম বাংলায় জানি না, সেখানে তো ইংরেজিতে মাছের নাম পারার প্রশ্নই আসে না।

মাছের নাম ইংরেজিতে
মাছের নাম ইংরেজিতে

তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ১০টি মাছের নাম ইংরেজিতে। শুধু দশটি নয় আমরা চাইলে আরও বেশী শিখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। 

১০টি মাছের নাম ইংরেজিতে | ১০টি মাছের নাম বাংলা

ইলিশ মাছ

Hilsa Fish

রুই মাছ 

Rohu Fish

পাংগাস মাছ 

Pangasius Fish

বোয়াল মাছ 

Sheat Fish

পুঁটি মাছ 

Olive Barb Fish

টেংরা মাছ 

Tengra Fish

চিংড়ি মাছ 

Prawn Fish

রূপচাঁদা

Rupchanda Fish

মাগুর মাছ 

Catfish Fish

কাতল 

Carp Fish

মলা মাছ 

Pale Carplet Fish

কৈ মাছ 

Anabus Fish

শোল মাছ 

Striped Snakehead Fish

শিং মাছ 

Barbel Fish

কাই-কা মাছ 

Kakila Fish

কাচকি মাছ

Corica Soborna Fish

তিমি মাছ

Whale Fish

গজার মাছ 

Giant Snakehead Fish

আইর মাছ 

Long Whiskered Catfish

লাল চান্দা মাছ 

Glassy Fish

সরপুঁটি মাছ 

Olive Fish

কার্ফু মাছ 

Carfu Fish

রয়না / মেনি মাছ 

Meni Fish

বেলে / বইলা মাছ 

Bele Fish

তেলাপিয়া মাছ 

Tilapia

বাইন মাছ 

Gring Fish

সিলভার কার্প 

Silver Carp Fish

টাকি মাছ

Spotted Snakehead Fish

মিরকা মাছ 

Trout Fish

ফলুই মাছ 

Flat Fish

গাপ্পি মাছ 

Guppy

ডলফিন

Dolphin

বাটারফ্লাই মাছ

Butterfly Fish

তলোয়ার মাছ

Sword Fish

তাঁরা মাছ 

Star Fish

অ্যাঞ্জেল মাছ

Angel Fish

কুইন অ্যাঞ্জেল মাছ 

Queen Angel Fish

হাঙর মাছ

Shark Fish

জেলি মাছ

Jelly Fish

লায়ন মাছ

Lion Fish

গোল্ড মাছ

Gold Fish

আর্টিকেলের শেষকথাঃ ১০টি মাছের নাম বাংলা ও ইংরেজিতে | ইংরেজিতে পাঁচটি মাছের নাম

আমরা এতক্ষন জেনে নিলাম ১০টি মাছের নাম বাংলা ও ইংরেজিতে। আশা করি আমাদের আজকের এই মাছের নামের আরটিকেল টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ