মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

আমরা জাতির জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানি আবার অনেকেই জানি না। 

আপনারা অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য জানতে চান। তাই আজ আমরা হাজির হয়েছি মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য নিয়ে। 

মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

আমাদের বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। আমাদের গর্বের ইতিহাস হচ্ছে এই মুক্তিযুদ্ধ। গৌরবের সাথে সাথে সবচেয়ে বেদনার অধ্যায়ও এই যুদ্ধ।  

কারন ৩০ লক্ষ তাজা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই বাংলাদেশ। এককথায় এক সাগর রক্ত দানের মাধ্যমেই এই দেশের জন্মই হয়েছে।  

তাই মুক্তিযুদ্ধের এই অসামান্য তাৎপর্যের কাছে দশটি বাক্য খুবই সামান্য। তবে এই ১০ টি বাক্য আমার আপনার যেকোনো সময় বিভিন্ন কাজে লাগতে পারে। 

কারন বর্তমানে সকল চাকরি কিংবা যেকোনো পরীক্ষায় মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন আসে। মাই চলুন তাহলে জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য বাংলা এবং  ইংরেজিতে।

 মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে 

  • মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। 

Liberation war is the most glorious event of Bengali nation. 

  • মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। 

It is through this war that we have gained an independent country, our own flag. 

  • স্বাধীনতার আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি অংশ 

Before independence, Bangladesh was a part of Pakistan

  • ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

By the cost of three million martyrs, we achieve an independent country.

  • দুই লক্ষ মা বোনের সম্ভ্রম  বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। 

This freedom has come in exchange for the honor of two lakh mothers and sisters.

  • পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালিয়েছিল নিরস্ত্র বাঙ্গালীর বুকে। 

Pakistani invading forces opened fire on unarmed Bengalis.

  • হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা।

Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest Bengali of a thousand years, was one of the leaders of the Bangladesh Liberation War.

  • মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান ছিলো  'জয় বাংলা'

The main slogan of the liberation war was 'Joy Bangla'.

  • মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অনেক লোক শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল।

During the liberation war, many people of Bangladesh took refuge in India as refugees.

  • মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের সাহায্য করেছে,  তাদেরকে রাজাকার বলা হয়। 

Those who helped Pakistanis during the Liberation War are called Razakars. 

আর্টিকেলের শেষকথাঃ মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

মুক্তিযুদ্ধ সম্পর্কে এই বাক্যগুলো আমাদের  বার বার পড়া উচিত। যথাসম্ভব চেষ্টা করতে হবে মুখস্ত করার। মুখস্ত করার পর নিজে নিজে চর্চা করতে হবে। 

তারপর কারো সাথে এই বাক্য গুলো নিয়ে বাংলা এবং ইংরেজিতে বলার চর্চা করতে হবে। আর এভাবেই আমরা যেকোনো ভাইভা কিংবা  পরিক্ষার প্রস্তুতি নিতে পারি। 

আশা করি মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে এই বাক্য শিখে রাখলে আমাদের  যথেষ্ট উপকারে আসবে। ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে আমাদের জানা থাকলে তা আমরা যেকোনো জায়গায় কাজে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ