অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যা গুলো বর্ণনা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর  জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর  ।

অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর
অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর 

অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর 

উত্তর : ভূমিকা : মানব সভ্যতা বিকাশের ইতিহাসে শহর এক বিশেষ স্থান দখল করে আছে। শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জীবন জিজ্ঞাসা ও নানা ধরনের ঘাত-প্রতিঘাত। 

ফলে শহরবাসীর সামাজিক ও অর্থনৈতিক জীবনে নানা তাৎপর্যপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে। শহুর এসব পরিবর্তনের ফলে কখনো শহরবাসীর জীবনে মঙ্গল বয়ে এনেছে আবার কখনো বয়ে এনেছে অমঙ্গল ও অভিশাপ ।

→ অতিশহরায়ন বা নগরায়ণের ফলে সৃষ্ট বিভিন্ন আর্থসামাজিক সমস্যাগুলো নিম্নে দেওয়া হলো : 

১. নগর দারিদ্র্য;

২. বেকারত্ব; 

৩. জনসংখ্যাস্ফীতি;

৪. বস্তি সমস্যা;

৫. অপরাধ ও কিশোর অপরাধ;

৬. ভিক্ষাবৃত্তি;

৭. মাদকাসক্তি;

৮. স্বাস্থ্যহীনতা; 

৯. পুষ্টিহীনতা; 

১০. সহিংসতা; 

১১. শিশু শ্রম;

১২. পথশিশু;

১৩. পতিতাবৃত্তি;

১৪. রাজনৈতিক সংঘাত;

১৫. পারিবারিক ভাঙন;

১৬. নৈতিক অধঃপতন; 

১৭. ধর্ষণ;

১৮. এসিড নিক্ষেপ;

১৯. বহু বিবাহ;

২০. তালাক;

২১. দুঃস্থতা ও নির্ভরশীলতা;

২২. ভাসমান জনগোষ্ঠী ও

২৩. সামাজিক একাকিত্ব; প্রভৃতি সমস্যাগুলো উল্লেখযোগ্য ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নগর বা নগরায়ণে বিভিন্ন আর্থসামাজিক সমস্যা বিদ্যমান। আর এসব সমস্যা পরিকল্পিত উপায়ে সমাধান না করতে পারলে নগর সমাজ হুমকির সম্মুখীন হবে টিকে থাকার ক্ষেত্রে। 

তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উক্ত সমস্যার আশু সমাধান করা উচিত । যাতে করে নগরের সার্বিক উন্নয়ন করা যায় ।

আর্টিকেলের শেষকথাঃ অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর 

আমরা এতক্ষন জেনে নিলাম অতি নগরায়ণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা কর  । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ