স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেনজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন 

স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন
স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন

স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন

ক. লসিকা কাকে বলে?

খ. স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন ?

গ. উদ্দীপকের 'P' প্রাণিদেহের অভ্যন্তরীণ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে— ব্যাখ্যা করো।

ঘ. উচ্চতর প্রাণীতে 'Q' থাকার কারণেই মস্তিষ্কের ও শরীরের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করতে পারে যুক্তি দাও ।

প্রশ্নের উত্তর

. লসিকা নালিতে অবস্থিত ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাকে লসিকা বলে।

. স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত। আবার এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুও আছে, যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে, কখনো দেখা যায় তিন- চারটি স্তর আবার পরক্ষণেই দেখা যায় সাত-আটটি স্তর। এ কারণেই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যুও বলা হয়। 

. এ উদ্দীপকের চিত্র 'P' হলো অনৈচ্ছিক পেশি। প্রাণিদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অনৈচ্ছিক পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-

অনৈচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এ পেশি প্রধানত প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গাদি, 

যেমন: সংবহনতন্ত্রের নালি, পরিপাক নালি, শ্বাসনালি, মূত্রনালি, জনননালি ইত্যাদি অংশে পাওয়া যায়। অনৈচ্ছিক পেশি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা উদ্দীপিত হয়ে সংশ্লিস্ট করে। 

এ টিস্যুর সংকে বছর যাতায়াত নিয়ন্ত্র মিকা পালন করে। যেমন: উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত 

উপরিউক্ত আলোচনা হতে দেশি প্রাণিসেনের অভ্যন্তরীণ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

. উদ্দীপকের চিত্র ''U'' হলো মাতৃকোষের নিউরন। দেষের বিশেষ সংবেদী কোষ নিউরন পরিবেশ থেকে উদ্দীপনা, যেমন- তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। তবে নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করা। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবা

হিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে উদ্দীপনা বলে। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়। এটি মাংসপেশিতে সঞ্চালিত হলে পেশি সংকুচিত হয়ে সাড়া দেয়। ফলে প্রয়োজনমতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। এই | 

তাড়না গ্রন্থিতে পৌঁছালে সেখানে রস ক্ষরিত হয়। অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে বিভিন্ন ধরনের অনুভূতি উপলদ্ধি করায়। 

অনুভূতিবাহী বা সংবেদী নিউরন গ্রহণ অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং মোটর বা আজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরি অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। 

মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটিক স্নায়ু চোখ, নাক, কান, জিহ্বা, দাঁত, মুখমণ্ডল, হূৎপিণ্ড, পাকস্থলি প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। 

মেরুরজ্জু থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ-প্রত্যঙ্গ চালনা করে এবং দেহের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে বয়ে নিয়ে যায়। 

পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তত্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌছায়। এভাবে নিউরন মস্তিষ্কের ও শরীরের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে

আর্টিকেলের শেষকথাঃ স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন

আমরা এতক্ষন জেনে নিলাম স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেনযদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ