নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নারীর ক্ষমতায়ন কি | নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নারীর ক্ষমতায়ন কি | নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ ।

নারীর ক্ষমতায়ন কাকে বলে  নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ
নারীর ক্ষমতায়ন কাকে বলে  নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ

নারীর ক্ষমতায়ন কি | নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ

উত্তর : ভূমিকা : নারীর ক্ষমতায়ন একটি দেশ থেকে দারিদ্র দূরীকরণে এবং সে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত। তাছাড়া এটি একটি মানবাধিকারও বটে। বাংলাদেশের মোট জনসংখ্যায় প্রায় অর্ধেক হলো নারী। 

কিন্তু ক্ষমতাহীনতার ফলে তারা সমাজে নানা দিক দিয়ে পিছিয়ে আছে। তাই নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য ।

→ নারীর ক্ষমতায়নের সংজ্ঞা : ক্ষমতায়ন বলতে আমরা বুঝি কাউকে ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা। সুতরাং নারীর ক্ষমতায়ন বলতে বুঝি নারীকে ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা । 

অর্থাৎ যখন নারী কারো অধীনস্থ থাকবে না, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, তাদের বুদ্ধি ও সম্পদের উপর যথেষ্ট কর্তৃত্ব থাকবে, ব্যবসা বাণিজ্য থেকে সকল ক্ষেত্রে স্বাধীনভাবে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করবে তখন তাকে বলা হবে নারীর ক্ষমতায়ন।

→ নারীর ক্ষমতায়নে বাধাসমূহ : বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নিম্নলিখিত বাঁধাসমূহ পরিলক্ষিত হয়।

১. পুরুষদের দাসত্ব করার মানসিকতা;

২. সম্পদের প্রতি নগণ্য অধিকার;

৩. বেকারত্ব;

৪. শিক্ষার অভাব;

৫. ধর্মীয় প্রভাব;

৬. সামাজিক দৃষ্টিভঙ্গি;

৭. আত্মবিশ্বাস ও চেতনার অভাব;

৮. রাজনীতিকভাবে নারীদের প্রতি উদাসীনতা;

৯. নারীদের প্রতি বৈষম্য ও সকল ক্ষেত্রে নারী পুরুষ সমতার অভাব এবং

১০. পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমাদের সমাজ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নানাবাধায় পূর্ণ। মূলত নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। 

আর এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সকল বাধা অপসারণ করতে হবে এবং কেবল তখনই আমরা নারীর ক্ষমতায়নের সুফল পাব ।

আর্টিকেলের শেষকথাঃ নারীর ক্ষমতায়ন কি | নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম নারীর ক্ষমতায়ন কি | নারীর ক্ষমতায়ন কাকে বলে | নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ