নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায়

নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায় - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায় । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

নারীর মর্যাদা কি  নারীর মর্যাদা কাকে বলে  নারীর মর্যাদা বলতে কি বোঝায়
নারীর মর্যাদা কি  নারীর মর্যাদা কাকে বলে  নারীর মর্যাদা বলতে কি বোঝায়

নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায়

উত্তর : ভূমিকা : পুরুষতান্ত্রিক সমাজে নারী ও পুরুষের সামাজিক মর্যাদা ভিন্ন। সমাজে নারী পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত এবং পুরুষের অধীনস্থ । ঐতিহাসিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর এরূপ সামাজিক মর্যাদা দেখা যায় ।

→ নারীর মর্যাদা : নারীর মর্যাদা সম্পর্কে বিভিন্ন জন ও সংস্থা মত দিয়েছেন। নিম্নে তা উল্লেখ করা হলো : জাতিসংঘের মতে, একজন কন্যা, স্ত্রী ও মা হিসেবে তার পরিবারে অবস্থান ও বিভিন্ন ভূমিকায় তার অধিকার ও কর্তব্যের সংমিশ্রণই হলো নারীর মর্যদা। 

আরো সহজ ভাষায় বলতে গেলে একটি পরিবারে পুরুষের তুলনায় নারীর বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন জ্ঞান অনুসন্ধানের সুযোগ, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ও জীবনের প্রত্যেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার প্রকৃতিই হচ্ছে নারীর মর্যাদা । 

সমাজবিজ্ঞানীদের মতে, সামাজিক বিজ্ঞানে সমাজবিজ্ঞানীরা নারীর মর্যাদার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন । সমাজবিজ্ঞানীদের মতে নারীর মর্যাদা হলো— একটি পরিবারে একজন মহিলার ক্ষমতা, কর্তৃত্ব ও তার প্রতি পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক প্রদর্শিত সম্মানকে বুঝায় । 

আরেকজন সমাজবিজ্ঞানীর মতে, নারীর অধিকার ও কর্তব্যের সংমিশ্রণকেই নারীর মর্যাদা হিসেবে অভিহিত করা হয়। হতে পারে সেই অধিকার রাজনৈতিক অথবা সামাজিক আবার অর্থনৈতিক ইত্যাদি । সমগ্র মানব জাতির একটি বিরাট অংশ হলো নারী । 

কিন্তু মানব জাতির এই অংশটি নানা ধরনের অত্যাচার-নির্যাতন, শোষণ নিপীড়নের শিকার। নারী সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বাংলাদেশে নারীর অবস্থান পুরুষের অধস্তন। 

এর জন্য পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থাই একমাত্র দায়ী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীরা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে পুরুষের তুলনায় পশ্চাৎপদ। নারীরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়।

উপসংহার : বাংলাদেশের প্রায় অর্ধাংশ নারী। কিন্তু এই মানব জাতি প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পুরুষের অধীনস্থ করে রাখা হচ্ছে। নারীকে সামাজিকভাবে আবদ্ধ করে রাখা হচ্ছে। এ আবদ্ধ জীবন পরিহার করতে পারলে নারীর পূর্ণমর্যাদা প্রতিষ্ঠিত হবে।

আর্টিকেলের শেষকথাঃ নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায়

আমরা এতক্ষন জেনে নিলাম নারীর মর্যাদা কি | নারীর মর্যাদা কাকে বলে | নারীর মর্যাদা বলতে কি বোঝায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ