জনমত কী | জনমতের সংজ্ঞা দাও

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জনমত কী | জনমতের সংজ্ঞা দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জনমত কী | জনমতের সংজ্ঞা দাও। আমাদের গুগল নিউজ ফলো করুন।.

জনমত কী | জনমতের সংজ্ঞা দাও
জনমত কী | জনমতের সংজ্ঞা দাও

জনমত কী | জনমতের সংজ্ঞা দাও

  • অথবা, জনমত বলতে কি বুঝ? 
  • অথবা, জনমত কাকে বলে?
  • অথবা, জনমত বলতে কি বুঝায়?
  • অথবা, জনমত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দাও ।

উত্তর : ভূমিকা : রাষ্ট্রবিজ্ঞানে জনমতের ধারণা অতি প্রাচীন। বর্তমানে জনমতের বিকাশ ঘটলেও সুদূর প্রাচীনকালে এর উৎপত্তি লক্ষ করা যায়। প্রাচীন ও রোমান আইনজ্ঞরা তাদের আলোচনায় জনমতকে প্রযুক্ত করেছেন। তাদের সুস্পষ্ট আলোচনা ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় জনমতের সন্ধান মেলে।

→ জনমত : সাধারণত জনমত বলতে জনগণের মতামতকে বুঝায়। সমাজের এক বা একাধিক বিষয়ে জনগণের প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী জনমতকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন । যেমন-

According to Limbal young, "Public opinion consists of the opinion held by a public at a certain time.” (একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই হচ্ছে জনমত।)

According to Lord Bryce, "Public opinion is the aggregate of the views men hold regarding matters that affect the interest of the community." (জনমত হলো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি।)

জন স্টুয়ার্ট মিল-এর মতে, “কোনো সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনগণের সংগঠিত অভিমতের নাম জনমত।" জিনসবার্গ-এর মতে, “জনমত হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের মানসিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফল।"

অস্টিন রেনি-এর মতে, “জনমত হলো সেসব মতামতের সমষ্টি যার প্রতি সরকারি কর্মচারীবৃন্দ সজাগ থাকে এবং সরকারি কার্যক্রম নির্ধারণে তারা এর গুরুত্বের কথা বিবেচনা করে।"

উপসংহার : পরিশেষে বলা যায় যে, জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।

আর্টিকেলের শেষকথাঃ জনমত কী | জনমতের সংজ্ঞা দাও

আমরা এতক্ষন জেনে নিলাম জনমত কী | জনমতের সংজ্ঞা দাও। যদি তোমাদের আজকের জনমত কী | জনমতের সংজ্ঞা দাও পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ