চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি |
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি
- অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও ।
- অথবা, চাপসৃষ্টিকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী কী?
- অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
উত্তর : ভূমিকা : বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠী একটি আলোচিত বিষয়। বর্তমান রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী অত্যন্ত প্রভাবশালী অঙ্গ হিসেবে পরিচিত। এসব গোষ্ঠী বিভিন্ন উপায়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে ভূমিকা রাখে। তারা সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে আনতে সচেষ্ট থাকে ।
→ চাপসৃষ্টিকারী গোষ্ঠী : চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বেসরকারি ব্যক্তি বর্গের সমন্বয়ে গঠিত এমন এক গোষ্ঠীকে বুঝায় যাদের কতিপয় সাধারণ স্বার্থ রয়েছে এবং যারা রাজনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে সরকারি নীতিমালা প্রভাবিত করে সাধারণ লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল নয়, বরং নীতিনির্ধারণ প্রভাব বিস্তার করা।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী বিভিন্নভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে সংজ্ঞায়িত করেছেন, নিম্নে তা দেওয়া হলো :
According to J.D. Miller, "Pressune groups are simply the ment noticeable and best one anized of interest." (চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ সর্বাধিক লক্ষণীয় এবং সর্বাপেক্ষা সুসংহত স্বার্থের প্রতিভূস্বরূপ)According to A.R. Ball, "A Pressure group can be defined as a group whose members hold share attitude" (চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী, যার সদস্যগণ অংশীদারী মনোভাবের দ্বারা আবদ্ধ।)
ডেভিড ট্রুম্যানের মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো বহু ব্যক্তির সমষ্টি যা এক বা একাধিক অংশীদারি মনোভাব নিয়ে গঠিত।”
সিগলার-এর মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংঘ সমষ্টি যা তার সদস্যবর্গকে আনুষ্ঠানিকভাবে সরকারি পদে আসীন করার চেষ্টা করে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে।”
অধ্যাপক উইরন উনার-এর মতে, “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন যেকোনো স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী যা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি কর্মকর্তাগণের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতি গ্রহণ, পরিচালনা বা প্রভাব বিস্তারের চেষ্টা করে।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বুঝায় এমন এক সুসংগঠিত জনগোষ্ঠী যা সরকারি নীতিনির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।
আর্টিকেলের শেষকথাঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি
আমরা এতক্ষন জেনে নিলাম চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি। যদি তোমাদের আজকের চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় | চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।