বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর। আমাদের গুগল নিউজ ফলো করুন।।

বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর
বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর

বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর

  • অথবা, বহুদলীয় ব্যবস্থার ত্রুটি বা অসুবিধাসমূহ আলোচনা কর।
  • অথবা, বহুদলীয় ব্যবস্থার ত্রুটিসমূহ বর্ণনা কর। 
  • অথবা, বহুদলীয় ব্যবস্থার বিপক্ষের যুক্তিগুলো উত্থাপন কর।

উত্তর : ভূমিকা : বহুদলীয় ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার একটি বিশেষ রূপ। বিশ্বের অধিকাংশ দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থা হলো এমন একটি দলব্যবস্থা যেখানে অনেকগুলো দল বিদ্যমান থাকে। রাজনৈতিক ব্যবস্থায় দুটির বেশি সংগঠিত দল থাকবে সেটাই হচ্ছে বহুদলীয় ব্যবস্থা।

→ বহুদলীয় ব্যবস্থার অসুবিধা : বহুদলীয় ব্যবস্থায় সুবিধা থাকা সত্ত্বেও কতিপয় অসুবিধা বিদ্যমান রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলো :

১. ক্ষণস্থায়ী সরকার : বহুদলীয় ব্যবস্থায় স্থায়ী সরকার গঠন করা কষ্টকর। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না বিধায় সরকার অস্থায়ী ও দুর্বল প্রকৃতির হয়ে থাকে।

২. শক্তিশালী বিরোধী দলের অভাব : বহুদলীয় ব্যবস্থায় কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হয়ে উঠে।

৩. অনৈক্য ও বিশৃঙ্খলা : বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ির ফলে উত্তেজনা ও অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। ফলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় ।

৪. সিদ্ধান্ত গ্রহণে জটিলতা : বহুদলীয় ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দেয়। অনেক ভালো দলের অস্তিত্ব থাকার পরও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হয়।

৫. সামাজিক হস্তক্ষেপ : বহুদলীয় ব্যবস্থায় ঘন ঘন সরকার পতন ঘটে। ফলে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায় ।

৬. জাতীয় স্বার্থ উপেক্ষা : বহুদলীয় ব্যবস্থায় জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতা লাভের প্রতিযোগিতায় মেতে উঠার ফলে অনেক সময় জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বহুদলীয় ব্যবস্থায় উপর্যুক্ত অসুবিধাগুলো বিদ্যমান। এ দল ব্যবস্থায় ত্রুটি থাকা সত্ত্বেও এর কতিপয় সুবিধা বিদ্যমান। বর্তমান গণতান্ত্রিক বিশ্বের অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান ।

আর্টিকেলের শেষকথাঃ বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর

আমরা এতক্ষন জেনে নিলাম বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর। যদি তোমাদের আজকের বহুদলীয় ব্যবস্থার অসুবিধা আলোচনা কর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ