ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর। আমাদের গুগল নিউজ ফলো করুন।.

ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর
ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর

ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর

  • অথবা, ব্রিটিশ সংবিধানকে বহুলাংশে অলিখিত সংবিধান বলা হয় কেন?
  • অথবা, ছোট ব্রিটেনের সংবিধান সম্পূর্ণ অলিখিত? সংক্ষেপে লেখ।

উত্তর : ভূমিকা : আধুনিক বিশ্বের সংবিধানসমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবিধান হচ্ছে গেট ব্রিটেনের এ সম্পর্কে Munro (মুনরো) মন্তব্য করেন, "The British constitution is the mother of all constitutions." তাই এ সংবিধানের বৈশিষ্ট্য অন্যান্য সংবিধানের থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির। 

যুগ যুগ ধরে ব্রিটেনের সংবিধান চিকে এবং অন্যান্য দেশের সংবিধানের উপর প্রত্যক্ষ ও পরাক্ষভাবে প্রভাব বিস্তার করছে।

ব্রিটেনের সংবিধান অলিখিত কেন নিয়ে ব্রিটিশ সংবিধান অলিখিত হওয়ার কারণসমূহ ব্যাখ্যা করা হলো :

১. ঐতিহাসিক কারণ : ব্রিটিশ সংবিধান এক দিনে তৈরি হয়নি, বরং বিভিন্ন সময়ের ঐতিহাসিক ক্রমবিবর্তনের ধারায় বিকাশ লাভ করে। ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় যে, সংবিধান রচনার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন তা ব্রিটিশ ইতিহাসে ছিল অনুপস্থিত। ব্রিটেন কখনও কোনো দেশের উপনিবেশ বা পরাধীন ছিল না। ফলে কারও অধীনতা হতে মুক্ত হয়ে নিজস্ব সংবিধান তৈরির প্রয়োজন ব্রিটেনের হয়নি।

২. বিপ্লব বিদ্ৰোহ অনুপস্থিত : রাজনৈতিক আদর্শ পরিবর্তনের | ফলে সংবিধান লিখিত আকারে প্রকাশিত হতে পারে। যেমন চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সফল আন্দোলনের ফলে তারা নতুন সমাজে সংবিধান প্রণয়ন করে। ব্রিটেনে এমন কোনো বিপ্লব বিদ্রোহের সৃষ্টি হয়নি। এর ফলে সংবিধান লেখার পরিবেশ ও সৃষ্টি হয়নি।

৩. ইংরেজদের অভিজ্ঞতাবাদী মনোতাৰ : ইংরেজ জাতি সর্বদাই অভিজ্ঞতাবাদীর দেশের শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিক-নির্দেশনা সংবলিত সংবিধানের ব্যাপারেই অধিক উৎসাহী। এ কারণে ইংরেজ জাতি লিখিতভাবে তাদের সংবিধান আদৌ রচনা করেনি।

৪. উৎসগত কারণ : ব্রিটেনের সংবিধান কোনো নির্দিষ্ট সূত্র বা উৎস হতে উদ্ভব হয়নি, বরং সাংবিধানিক রীতিনীতি ও ঐতিহ্যই এ সংবিধানের ব্যাপক অংশ নিয়ন্ত্রণ করে থাকে। যার কারণে ব্রিটেনের সংবিধানকে বলা হয় গতিশীল সংবিধান আর উৎসগত | ভিন্নতার কারণেই ব্রিটেনের লিখিত শর্ত দেওয়া সম্ভব হয়নি।

৫. মনস্তাত্ত্বিক কারণ : ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার পেছনে মনস্তাত্ত্বিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনের জনগণ মানসিকভাবেই গ্রহণ করে নিয়েছে তাদের | সংবিধান অলিখিত।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার পেছনে উপরিউক্ত কারণগুলো ছাড়াও লর্ড জনসনের অভিমত কমনওয়েলথের সংবিধানের ব্যর্থতা, সামাজিক ও রাজনৈতিক কারণ প্রভৃতি কারণ বিদ্যমান ছিল।

আর্টিকেলের শেষকথাঃ ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর

আমরা এতক্ষন জেনে নিলাম ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর। যদি তোমাদের আজকের ব্রিটেনের সংবিধান অলিখিত হওয়ার কারণগুলো উল্লেখ কর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ