ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।
ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি |
ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি
- অথবা, ব্রিটিশ লর্ডসভার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
- অথবা, ব্রিটিশ লর্ডসভা কাকে বলে?
উত্তর : ভূমিকা : লর্ডসভা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ ও পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় কক্ষ। তবে ১৯১১ ও ১৯৪৯ সালের পার্লামেন্ট আইন পাস হওয়ার পর ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় লর্ডসভার ক্ষমতা বিশেষভাবে সংকুচিত হলেও রক্ষণশীল দলের তরফে এ কক্ষের উপযোগিতা ও ভূমিকা গুরুত্ব প্রসঙ্গে বিভিন্ন যুক্তির অবতারণা করা হলো :
ব্রিটিশ লর্ডসভার ভূমিকা : নিম্নে ব্রিটিশ পার্লামেন্টে লর্ডসভার ভূমিকা আলোচনা করা হলো :
১. ভুলত্রুটি সংশোধন : লর্ডসভা নতুন বিষয় সংযোজনের সুপারিশ করে আইন পূর্ণাঙ্গ করা ছাড়াও লর্ডসভার সদস্যদের আলোচনা ও অনুমোদনের দ্বারা আইনের ভুল-ত্রুটি সংশোধন করে।
কমন্সসভায় অতি দ্রুত বিল উত্থাপন আলোচনা ও অনুমোদনের ফলে যে সকল অসামঞ্জস্য লক্ষ করা যায় তা লর্ডসভা দূর করে যথাযথ রূপ দিতে পারে।
২. গণতন্ত্রের রক্ষাকারী হিসেবে : লর্ডসভা ব্রিটিশ গণতন্ত্রের অতন্ত্র প্রহরীরূপে জনস্বার্থের পরিপন্থি আইন প্রণয়নের পথে বাধার সৃষ্টি করে অসংযমী কমন্সসভাকে সংযত করতে পারে।
লর্ডসভার অস্তিত্বের জন্যই কমন্সসভা খেয়ালখুশিমতো আইন প্রণয়ন করে স্বৈরাচারী হতে পারে না। এভাবে লর্ডসভা ব্রিটিশ গণতন্ত্রের রক্ষক হিসেবে ব্যাপক ভূমিকা পালন করেন।
৩. প্রশাসন সংক্রান্ত : প্রশাসনিক ক্ষেত্রে ব্রিটিশ লর্ডসভার ব্যাপক অবদান রয়েছে। লর্ডসভা থেকেও কেবিনেট ও অন্যান্য স্তরের মন্ত্রী নিয়োগ করা হয়ে থাকে।
লর্ডসভায় ক্ষমতাহীন দলের অভিজ্ঞ ও বিচক্ষণ কোনো সদস্য থাকলে অনেক সময় ও একরকম লর্ডকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় ।
৪. কমন্সসভার দায়িত্ব কমানো : লর্ডসভা প্রচলিত আইন অনুযায়ী প্রণীত ও ঘোষিত বিধিবদ্ধ নিয়মাবলি ও নির্দেশনাসমূহ পর্যালোচনা করে কমন্সসভার দায়িত্বের বোঝা অনেকাংশে লাঘব করে থাকে।
৫. বিবেচনায় ভুল সংক্রান্ত : কমন্সসভা কর্তৃক পাস হওয়া বিলকে আইনে পরিণত হওয়ার আগে লর্ডসভা একবছরের জন্য আটকে দিতে পারেন। এর ফলে জনগণ বিলটির ত্রুটি- বিচ্যুতিগুলো চিহ্নিত করে জনমত গঠন করতে পারে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, লর্ডসভার সপক্ষে বা বিপক্ষে যত কথাই বলা হোক না কেন একথা অস্বীকার করা যাবে না যে, ব্রিটেনের রাষ্ট্র ব্যবস্থার লর্ডসভা বিভিন্ন ক্ষেত্রে বহু প্রয়োজনীয় কাজ সম্পাদন করে।
আর্টিকেলের শেষকথাঃ ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি
আমরা এতক্ষন জেনে নিলাম ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি। যদি তোমাদের আজকের ব্রিটিশ লর্ডসভার ভূমিকা কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।