সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন।

সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কী বুঝ
সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কী বুঝ

 সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ

  • অথবা, সংসদীয় সরকারের সংজ্ঞা দাও ।
  • অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? 
  • অথবা, সংসদীয় সরকার কী?
  • অথবা, দায়িত্বশীল সরকার বলতে কী বুঝায়?

উত্তর : ভূমিকা : শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 

যথা : সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা বর্তমানে বিশ্বের বহুল প্রচলিত এবং জনপ্রিয় শাসনব্যবস্থা ।

→ সংসদীয় সরকার : যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ - তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংসদীয় সরকারের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে উল্লেখযোগ্য সংজ্ঞাগুলো তুলে ধরা হলো :

অধ্যাপক গার্নানের মতে, “সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা এমন এক ধরনের শাসনব্যবস্থা, যেখানে প্রকৃত শাসক বা মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকেন।”

অধ্যাপক ডাইসির মতে, “সংসদীয় শাসনব্যবস্থা, শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে থাকে।

"হারমান ফাইনার বলেন, “মন্ত্রিপরিষদ শাসিত সরকার হচ্ছে স্বল্প সংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত এমন এক সংস্থা, যার সদস্যবৃন্দ আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা দলসমূহের মধ্যে থেকে নিয়োগ লাভ করেন এবং সচরাচর ঐ সংস্থার সদস্য এবং আইনসংস্থার আস্থা লাভ সাপেক্ষে ক্ষমতাসীন থাকেন ও ক্ষমতা কার্যকর করেন ।”

অধ্যাপক গ্রেভাস-এর মতে, “সংসদীয় ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ঐ সরকারের প্রভু বা প্রধান।” (In Parliamentary System, the government is the master of country and prime minister is the master of the government.)

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকেন। আইনসভার নিকট দায়ী থাকেন বলেই এ ধরনের সরকারকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে ।

আর্টিকেলের শেষকথাঃ সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কি বুঝ। যদি তোমাদের আজকের সংসদীয় সরকার কাকে বলে | সংসদীয় সরকার বলতে কী বুঝ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ