সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল। আমাদের গুগল নিউজ ফলো করুন।

সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল
সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল

সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল

  • অথবা, সুলতান মুহাম্মদ-বিন-তুঘলকের চরিত্র সম্পর্কে কি জান?

উত্তর : ভূমিকা : ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুহাম্মদ- বিন-তুঘলক ছিলেন সর্বাপেক্ষা আকর্ষণীয় চরিত্রের অধিকারী। শাসনব্যবস্থা পরিচালনা করতে গিয়ে তিনি কতিপয় পরিকল্পনা গ্রহণ করেন, যার জন্য ইতিহাসে তার নাম চিরস্মরণীয়। চারিত্রিক দিক থেকে তিনি মাধুর্যমণ্ডিত, সংযত এবং বিনয়ী ছিলেন । বাদাউনের মতে, তিনি বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন

— মুহাম্মদ-বিন-তুঘলকের চরিত্র : ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, বাদাউন, স্মিথসহ প্রমুখ ব্যক্তিদের মধ্যে মুহাম্মদ-বিন- তুঘলকের চরিত্র নিয়ে নানা প্রশ্ন এবং সমালোচনা রয়েছে। নিম্নে এর কিছু কারণ তুলে ধরা হলো :

১. বিরল প্রতিভা : মুহাম্মদ-বিন-তুঘলক বিরল প্রতিভার অধিকারী ছিলেন। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ, অসামান্য পাণ্ডিত্য ও প্রহেলিকাময় ।

২. ধর্মভীরু : ইসলামি বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করতে মুহাম্মদ-বিন-তুঘলক সচেষ্ট ছিলেন। ধর্মীয় সকল নিয়ম কানুন তিনি নিজে মেনে চলতেন এবং প্রজাদের উৎসাহিত করতেন।

৩. বিচক্ষণ রাজনীতিবিদ : মুহাম্মদ-বিন-তুঘলক বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তার বাস্তব প্রমাণ হলো তিনি মোঙ্গলদের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষার জন্য রাজধানী স্থানান্তর করেছিলেন।

৪. বিদ্ধান নরপতি : মুহাম্মদ-বিন-তুঘলক ভারতীয় উপমহাদেশের মধ্যযুগের শাসকদের মধ্যে সর্বাপেক্ষা বিদ্ধান ছিলেন। তিনি গুণসম্পন্ন শ্রেষ্ঠ লেখক, কবি ছিলেন লিপিবিদ্যায় পারদর্শী ছিলেন।

৫. সাহসী যোদ্ধা : মুহাম্মদ-বিন-তুঘলক একজন সাহসী যোদ্ধা ছিলেন। যুদ্ধ পরিচালনার সময় তিনি সম্মুখে অবস্থান করে নেতৃত্ব প্রদান করতেন।

৬. কঠোর ও নিরপেক্ষ বিচারক : প্রয়োজনে কঠোরতা অবলম্বন এবং বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদ-বিন- তুঘলক নিরপেক্ষতা বজায় রাখতেন। নিজ মেধা ও যোগ্যতা •দিয়ে তিনি বিচার পরিচালনা করতেন

৭. উদার : উদার শাসক হিসেবে মুহাম্মদ-বিন-তুঘলক ইতিহাস প্রশংসিত হয়েছেন। তিনি বিনয়ী, দানশীল, মহৎপ্রাণ, ন্যায়পরায়ন ও ধর্মপ্রাণ সুলতান ছিলেন ।

৮. নৈতিক এবং দুর্নীতিমুক্ত : নৈতিকতার বলে মুহাম্মদ-বিন- তুঘলক মহান শাসকের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন । নিজে দুর্নীতি পছন্দ করতেন না এবং তিনি দুর্নীতিমুক্ত শাসন পরিচালনা করেন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইবনে বতুতা বলেন, সুলতান মুহাম্মদ বিন তুঘলক ছিলেন সর্বাধিক বিনয়ী। শাসক হিসেবে মুহাম্মদ-বিন-তুঘলক এর চরিত্র সত্যই প্রশংসার যোগ্য। 

তিনি ইতিহাস প্রসিদ্ধ চরিত্রের অধিকারী ছিলেন। চারিত্রিক বিচারে তিনি দিল্লি সালতানাতে অম্লান হয়ে আছেন ।

আর্টিকেলের শেষকথাঃ সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল

আমরা এতক্ষন জেনে নিলাম সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল । যদি তোমাদের আজকের সুলতান মুহাম্মদ বিন তুঘলকের চরিত্র কেমন ছিল পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ