বাহারি মামলুকদের পরিচয় দাও। বাহারি মামলুকদের সম্পর্কে একটি টীকা লিখ
বাহারি মামলুকদের পরিচয় দাও। বাহারি মামলুকদের সম্পর্কে একটি টীকা লিখ |
বাহারি মামলুকদের পরিচয় দাও। বাহারি মামলুকদের সম্পর্কে একটি টীকা লিখ
উত্তর : ভূমিকা : মিশরে আইয়ুবী বংশের দুর্দিনে সুলতান মালিক আস সালিহ তাঁর সৈন্য বাহিনীতে বেশ কিছু তুর্কি সৈন্য ক্রীতদাসকে নিয়োগ করেন।
পরবর্তীতে ১২৫৪ খ্রিস্টাব্দে তুরান শাহকে হত্যা করে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয়। বাহারি মামলুকদের পরিচয় আলোচনার পূর্বে আমাদের জানা প্রয়োজন মামলুক কারা ।
→ মামলুক কারা : মামলুক শব্দের অর্থ দাস, ক্রীতদাস, সেবাদাস, শ্রমদাস, চাকর ইত্যাদি। প্রাচীন মিশরে যুদ্ধবন্দিদেরকে মামলুক বলে অভিহিত করা হতো। আর তাই বলা যায়, যুদ্ধবন্দিও ক্রীতদাস সম্প্রদায়কেই মূলত মামলুক বলা হয়।
উরাল পর্বতমালা এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী কিপচাক অঞ্চলে ছিল এই মামলুকদের আদি বাসস্থান। তারা ছিল তুর্কিদের কুমান শাখার অধিবাসী ।
→ বাহারি মামলুকদের পরিচয় : মিশরের মামলুকদের অধিকাংশ লোকই ছিল তুর্কি শাখার কুমান গোত্রের এরা বসবাস করত উরাল পর্বতমালা এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী কিপচাক অঞ্চলে।
তাঁরা এক সময় মোঙ্গল আক্রমণের ভয়ে সমুদ্র পাড়ি দিয়ে পশ্চিমে এশিয়া, উত্তর আফ্রিকা এবং মিশরে চলে আসেন। জন্মগতভাবেই এই তুর্কিগণ ছিলেন দুঃসাহসী ফলে আইয়ুবী সুলতান আস সালিহ তাঁর দেহরক্ষী বাহিনীতে বেশ কিছু সৈন্যকে নিয়োগ দেন।
কিন্তু এক পর্যায়ে তাঁরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং কায়রোবাসীর উপর নির্যাতন শুরু করেন। ফলে সুলতান তাদের একটা বড় অংশকে নগরীর বাইরে ফুসতাত নগরীর বিপরীত প্রান্তে নীলনদের অববাহিকায় “রাওদাহ” নামক দ্বীপে বাসস্থানের ব্যবস্থা করেন।
সুলতান তাদের বাহারি বলে ডাকতেন বলে, এরা বাহারি মামলুক নামেই ইতিহাসে পরিচিত হয়ে উঠতে থাকে। ১২৫০-১৩৮২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৩২ বছরব্যাপী ২৪ জন শাসক ক্ষমতায় ছিলেন। এ বাহারি মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শাজার-উদ-দার।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মামলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান শাজার-উদ-দার। সুলতান মালিক আস সালিহের মৃত্যুর পর ১২৫০ সালে তিনি আইয়ুবী বংশের পতন ঘটিয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজবংশ মামলুক রাজবংশ।