বঙ্গের দুর্গম জনপদগুলো কি কি । বঙ্গের দুর্গম জনপদসমূহের নাম লিখ

বঙ্গের দুর্গম জনপদগুলো কি কি । বঙ্গের দুর্গম জনপদসমূহের নাম লিখ
বঙ্গের দুর্গম জনপদগুলো কি কি । বঙ্গের দুর্গম জনপদসমূহের নাম লিখ

বঙ্গের দুর্গম জনপদগুলো কি কি । বঙ্গের দুর্গম জনপদসমূহের নাম লিখ

উত্তর : ভূমিকা : প্রাচীনকালে পুরো বাংলা জুড়ে একক কোনো রাষ্ট্র গড়ে উঠেনি। তাই বাংলা বা বাংলাদেশ নামের কোনো অস্তিত্ব তখন ছিল না। 

বরং অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। এগুলো বলা হয় বঙ্গ জনপদ। বাংলার প্রত্যন্ত বা দুর্গম অঞ্চলেও জনপদ গড়ে উঠেছে।

→ বঙ্গের দুর্গম জনপদ : নিম্নে বঙ্গের দুর্গম অঞ্চলের জনপদগুলো তুলে ধরা হলো :

১. 'গৌড় : গৌড় জনপদটি নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকে বলেছেন এটি বাংলার একেবারে পূর্বের অংশ জুড়ে ছিল। বর্তমানে তা মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান। 

বাংলায় মুসলিম বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষ্মণাবর্তীকে গৌড় বলা হতো। মুসলিম যুগেও এ অঞ্চল গৌড় নামে পরিচিত ছিল।

২. বরেন্দ্রী : বরেন্দ্রী বা বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে একটি জনপদ প্রাচীন বাংলায় ছিল বলে জানা যায়। গঙ্গা ও করতোয়া নদীর মধ্যভাগের উচ্চ ভূমি বরেন্দ্র নামে পরিচিত। এটি ছিল অত্যন্ত দুর্গম।

৩. গঙ্গারিডই : আর্যপূর্ব যুগে বাংলার মানুষের বীরত্বের কথা ইতিহাসে জানা যায়। গ্রিক লেখকগণের বর্ণনা অনুযায়ী ৩২৭ খ্রিষ্ট পূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার যখন উত্তর পশ্চিম অঞ্চল দখল করেন তখন তা গঙ্গারিডই জনপদ নামে পরিচিত হয়।

তাছাড়াও আরো অনেক জনপদ রয়েছে যেগুলো প্রাচীন বাংলার একেবারেই প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছিল।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলায় অনেক জনপদ গড়ে উঠেছিল। তা বিভিন্ন দিকে গড়ে উঠেছিল এবং এমন কতকগুলো জনপদ প্রাচীন বাংলার দুর্গম এলাকায়ও গড়ে উঠেছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ