ফাতেমীয় খলিফা আব্দুল আজিজ সম্পর্কে কী জান বর্ণনা কর

ফাতেমীয় খলিফা আব্দুল আজিজ সম্পর্কে কী জান বর্ণনা কর
ফাতেমীয় খলিফা আব্দুল আজিজ সম্পর্কে কী জান বর্ণনা কর

ফাতেমীয় খলিফা আব্দুল আজিজ সম্পর্কে কী জান বর্ণনা কর

  • অথবা, খলিফা আব্দুল আজিজ ফাতেমীয় সম্পর্কে লিখ ।

উত্তর : ভূমিকা : আল মুইজের মৃত্যুর পর তার পুত্র নিজার আল ইমাম নিজার আবু মনসুর আল আজিজ বিল্ল্যাহ উপাধি ধারণ করে ফাতেমীয় সিংহাসনে আরোহণ করেন। 

তিনি ফাতেমীয় খিলাফতের খলিফা ছিলেন। আজিজ যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল ২৪ বছর। তিনি ফাতেমীয় খিলাফতের অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন।

আল আজিজের পরিচয় : খলিফা আল আজিজের প্রকৃত নাম ছিল আল আজিজ বিল্লাহ নিজার আবু মনসুর। সাধারণত তিনি আল আজিজ নামেই সমধিক পরিচিত ছিলেন। 

তিনি ৯৫৫ সালের ১০ মে মাহদিয়া নগরীতে জন্মগ্রহণ করেন এবং মাতার নাম ছিল ডুরজান । ৯৭৫ খ্রিস্টাব্দে তিনি ফাতেমীয় খিলাফতের খলিফা হন। 

এবং ৪১ বছর বয়সে ৯৯৬ খ্রিস্টাব্দে এর ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। হিজরিতে মাহদিয়া নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আল মুইজ।

কৃতিত্ব : অসীম সাহসিকতা, উদারতা পাণ্ডিত্য, মহানুভবতা, ক্ষমা ইত্যাদি মানবীয় গুণারাজিতে খলিফা আজিজ ভূষিত হয়ে ফাতেমীয় সিংহাসনের গৌরব বৃদ্ধি করেন। 

তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে বৈদেশিক নীতির দিকে মনোনিবেশ করেন। অর্থনৈতিক, সামারিক এবং আইন ও বিচার ব্যবস্থার সংস্কারে তিনি যথেষ্ট সাহসিকতার পরিচয় দেন। 

তিনি জ্ঞান-বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন। এছাড়া খলিফা আল আজিজ স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা করতেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, খলিফা আল আজিজ ফাতেমীয় শাসনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। তার বিশাল সাম্রাজ্যের সীমানা আটলান্টিক মহাসাগর হতে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। খলিফা আল আজিজের শাসনামলে ফাতেমীয় সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ