পাল শাসনামলে বাংলার কোন অঞ্চলে স্বাতন্ত্র্য বজায় ছিল

 

পাল শাসনামলে বাংলার কোন অঞ্চলে স্বাতন্ত্র্য বজায় ছিল
পাল শাসনামলে বাংলার কোন অঞ্চলে স্বাতন্ত্র্য বজায় ছিল

পাল শাসনামলে বাংলার কোন অঞ্চলে স্বাতন্ত্র্য বজায় ছিল

  • অথবা, বাংলার কোন অঞ্চলে পাল শাসনামলে স্বাতন্ত্র্য বজায় রাখতে সক্ষম হয়েছিল?

উত্তর : ভূমিকা : প্রাচীনকাল থেকে এ বাংলায় অনেক রাজবংশ শাসন করেছিল। তাদের মধ্যে পালবংশ একটি পালবংশ প্রায় চারশত বছর শাসন করেছিল। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে পাল সাম্রাজ্যও এক সময় পতন হয়। 

সে যুগে একক কোনো রাজ্য ব্যবস্থা গড়ে না উঠায় দক্ষিণ-পূর্ব বাংলায় কিছু ছোট ছোট রাজবংশ গড়ে উঠার মাধ্যমে এ অঞ্চলের স্বাতন্ত্র্য বজায় রেখেছিল।

বাংলার স্বাতন্ত্র্য্য অঞ্চল গোপাল কর্তৃক পালবংশের সূচনা হয়। বেশ কয়েকজন সুযোগ্য শাসকের মাধ্যমে এ বংশটি বিশাল শৌর্যবীর্য অর্জন করে। 

কিন্তু বিভিন্ন কারণে পরবর্তী শাসকগণ তাদের শৌর্যবীর্য ধরে রাখতে না পারায় পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এ সময় বাংলায় এক অরাজক অবস্থার সৃষ্টি হয়। 

এ সুযোগে বাংলার বিভিন্ন অঞ্চলে ছোটবেলা রাজবংশের উত্থান ঘটতে থাকে। সেগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলায় বিভিন্ন রাজবংশ নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে। 

যেমন- দেব রাজবংশ, বর্ম রাজবংশ, চন্দ্র রাজবংশ প্রভৃতি রাজবংশ পাল আমলে নিজেরাই শাসন কার্যক্রম পরিচালনা করে। 

এ রাজবংশগুলো নিজেদের সুশাসনের মধ্য দিয়ে দক্ষিণ- পূর্ব বাংলায় স্বাতন্ত্র্য বজায় রাখতে পেরেছিল। এ কারণে বাংলার এ অঞ্চলের অবস্থা বেশ ভালো ছিল।

উপসংহার : পরিশেষে লা যায় যে, পাল আমলে বাংলার দক্ষিণ পূর্ব-অঞ্চল স্বাতন্ত্র্য ছিল। তারা নিজেরাই শাসনকার্য পরিচালনা করেছিল। 

এ রাজবংশগুলো স্ব-স্ব এলাকা নিজ কর্তৃত্বাধীনে রেখেছিল বলে তা বেশ উন্নত ছিল। পরবর্তীতে সেন শাসনের সূচনা হলে এ রাজবংশগুলোর ধ্বংস সাধিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ