প্রথম মহীপালের শাসনামলে সংঘটিত মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা কর

প্রথম মহীপালের শাসনামলে সংঘটিত মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা কর
প্রথম মহীপালের শাসনামলে সংঘটিত মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা কর

প্রথম মহীপালের শাসনামলে সংঘটিত মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা কর

  • অথবা, প্রথম মহীপালের শাসনামলে সংঘটিত মুসলিম অভিযান সংক্ষেপে তুলে ধর।

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এ পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে খ্যাত প্রথম মহীপাল । প্রথম মহীপালের শাসনামলে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অভিযান পরিচালিত হয়।

→ মুসলিম অভিযান : পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রথম মহীপালের শাসনামলে পশ্চিম ভারতের মুসলিম অভিযানের সূত্রপাত হয়। 

১০০০ সাল থেকে ১০২৭ সাল পর্যন্ত গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষ ১৭ বার আক্রমণ করে পরাক্রমশাহী ও প্রতীহার বংশ ধ্বংস করে। 

কিন্তু প্রথম মহীপাল এইসব আক্রমণের প্রতিরোধ করার জন্য হিন্দু রাজন্যবর্গকে কোনো প্রকার সাহায্য প্রেরণ করেননি। এজন্য তাকে অনেক সমালোচনার মুখোমুখী হতে হয়। 

কিন্তু তিনি সে সময় পাল সাম্রাজ্য রক্ষায় ব্যস্ত থাকায় হিন্দু রাজদের সাহায্য প্রেরণ করতে তার পক্ষে সম্ভব হয়নি। যার ফলে প্রথম মহীপালের সাথে হিন্দু অন্যান্য রাজাদের সুসম্পর্ক হ্রাস পেতে থাকে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথম মহীপালের আমলে তার দুর্বলতার সুযোগে গজনির সুলতান মাহমুদ বাংলায় আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। এতে পাল সাম্রাজ্যের গৌরব কিছুটা হলেও হ্রাস পেতে থাকে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ