রেলপথ বলতে কি বুঝাই

রেলপথ বলতে কি বুঝাই 

রেলপথ বলতে কি বুঝাই 

প্রশ্নঃ রেলপথ বলতে কি বুঝাই 

উত্তরঃ রেলপথ হলো মাটির রাস্তার উপরে সুশৃঙ্খলভাবে বিছানো স্টিলের পথ যার উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। স্বল্প এবং দীর্ঘতম পথ অতিক্রমের জন্য রেলপথের ব্যবস্থা সুবিধাজনক।

রেলওয়ে ধমনীর ন্যায় দূরতম স্থানসমূহের যোগাযোগ রক্ষা করে এবং সড়কপথে দুই রেলস্টেশনের মধ্যবর্তী স্থানসমূহে শিরা উপশিরার ন্যায় যোগাযোগ রক্ষা করে। 

ট্রেন অন্যান্য যানবাহনের তুলনায় অনেক দ্রুত গতিতে চলতে পারে। রেলপথ সড়ক পথের তুলনায় 3 থেকে 4 গুণ এক্সেল লোড বহন করতে পারে। 

একক দৈর্ঘ্যে একক লোডকে স্থানান্তর করা বা টেনে নেওয়ার জন্য রেলপথে সড়কপথের 16% শক্তির প্রয়োজন হয়। তাই যেখানে রেলপথ ব্যবস্থা রয়েছে সেখানে উপরোক্ত সুবিধাগুলো পাওয়া যায় ।

বিজ্ঞানের যে শাখায় রেলপথের প্লানিং ডিজাইন অপারেশনসহ লোকো-মোটিভ কোচ, ওয়াগন ও ট্র্যাক এর মেইনটেন্যান্স সম্পর্কে আলোচনা করা হয় তাকে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বলে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ