রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো

রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো
রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো

রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো

উত্তর ভূমিকা : রাজনৈতিক সামাজিকীকরণে সর্বপ্রথম প্রতিষ্ঠান বা মাধ্যম হলো পরিবার। ব্যক্তির রাজনৈতিক ভিত্তি পরিবারের ভিতরেই গড়ে উঠে। 

G. A. Almond and G. B. Powell মন্তব্য করেছেন "The family unit is the first socialization structure encountered by the individual."

রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা : রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা নিম্নরূপ :

প্রথমত, পরিবারের মধ্যে শিশুর সামাজিকীকরণ শুরু হয়। পরিবারের রাজনৈতিক চিন্তাচেতনা, মূল্যবোধ, আদর্শ শিশু তার পিতামাতার কাছ থেকে অর্থাৎ পরিবারের নিকট থেকে লাভ করে থাকে।

দ্বিতীয়ত, রাজনৈতিক ব্যক্তিত্ব গঠনে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি মানুষের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক শিষ্টাচার প্রভৃতি ক্ষেত্রে পরিবারের ভূমিকা কেন্দ্রীয়।

তৃতীয়ত, রাজনৈতিক কর্মকাণ্ড ও চিন্তাচেতনার প্রবণতা পরিবারের মধ্যে ভিত্তি রচিত হয়।

চতুর্থত, পরিবারই প্রথম শিশুর সামনে বহির্বিশ্বের বাতায়ন উন্মুক্ত করে। কর্তৃত্বের সঙ্গে সম্পর্কের প্রকৃতি, পরিবারের মধ্যই শিশু প্রথম আঁচ করে।

পঞ্চমত, রাজনৈতিক কর্তৃত্বের প্রতি স্বভাবজাত আনুগত্য লাভ শিশু প্রথম পরিবার থেকেই লাভ করে থাকে। যেমন- বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করা, আনুগত্য প্রদর্শন করা।

ষষ্ঠত, রাজনৈতিক অংশগ্রহণ শিশু প্রথম পরিবারের মাধ্যমে শিখে থাকে। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের মধ্য দিয়ে শিশু রাজনৈতিক অংশগ্রহণ শিখে থাকে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

অধ্যাপক বল বলেন, "Political Attitudes are not formed in terms of opposition to parents, however much they may differ, but parents are only one agency and not always as influential as one would suspect, at least in terms of political values if not in terms of party allegiance." 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ